৫৪ বছর বয়সে এসে বিয়ে, কনে ১৭ বছরের ছোট, চিনতে পারছেন জনপ্রিয় এই অভিনেতাকে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Manish Chaudhari-Shruti Mishra's 17-year gap: ২০১৬ সালে মণীশের বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। এরপর ২০২৩ সালে মণীশ শ্রুতি মিশ্রকে বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল ৫৪ বছর। ওই একই সময়ে শ্রুতির বয়স ছিল ৩৭। দু’জনের মধ্যে ১৭ বছরের বয়সের পার্থক্য।
ভালবাসা বর্ণ, ধর্ম, জাতি এবং ভাষাগত পার্থক্যকে সব সময়েই অতিক্রম করে, সেই সঙ্গে বয়সের পার্থক্যকেও অতিক্রম করে। বয়সের পার্থক্য কখনই দুটি হৃদয়ের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমরা বেশিরভাগ সময়েই চলচ্চিত্রের সেলিব্রিটিদের মধ্যে এই বয়সের ব্যবধান অতিক্রম করে বিয়ের কথা শুনি। বলিউডের এক জনপ্রিয় অভিনেতাও ৫৪ বছর বয়সে এসে বিয়ে করেছিলেন। স্ত্রী তাঁর থেকে ১৭ বছরের ছোট। (Photo: Instagram)
advertisement
সবার প্রথমে এটা বলে রাখা উচিত হবে যে তিনি কোনও নায়ক নন! তা বলে তাঁর জনপ্রিয়তা, পরিচিতি এবং প্রতিভা কোনওটাই কম নয়। একের পর এক এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি আর কেউ নন, তাঁর নাম মণীশ চৌধুরি। এই অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালে। তিনি কেবল হিন্দিতেই নয়, তেলুগু এবং মলয়ালম ছবিতেও অভিনয় করছেন। (Photo: Instagram)
advertisement
সম্প্রতি, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এ তাঁর দুর্দান্ত অভিনয় সবার নজর কেড়েছে। ২০১৬ সালে মণীশের বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। এরপর ২০২৩ সালে মণীশ শ্রুতি মিশ্রকে বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল ৫৪ বছর। ওই একই সময়ে শ্রুতির বয়স ছিল ৩৭। দুজনের মধ্যে ১৭ বছরের বয়সের পার্থক্য। (Photo: Instagram)
advertisement
এক সাক্ষাৎকারে মণীশ চৌধুরি তাঁদের বয়সের পার্থক্য সম্পর্কে বলেছিলেন.. ‘‘বয়সের পার্থক্য আমাদের জন্য বড় সমস্যা নয়। কিন্তু শ্রুতির পরিবারকে রাজি করাতে ২ বছর সময় লেগেছে।’’ অন্য দিকে, স্ত্রী শ্রুতি বলেন, ‘‘আমি ওকে প্রথম মুম্বইয়ের একটি থিয়েটারে দেখেছিলাম। আমাদের মধ্যে বয়সের পার্থক্য ১৭ বছরের। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর বয়স কত। মণীশ যখন তার বয়স সম্পর্কে আমাকে বলল, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। যদিও, বয়স আমাদের কোনওভাবেই বিরক্ত করেনি। বয়সের পার্থক্য নিয়ে আমি চিন্তিত নই। আমি শুধু চাই ও আমার চেয়ে বেশি দিন বাঁচুক। কারণ আমি ওকে ছাড়া বাঁচতে পারব না।’’ (Photo: Instagram)
advertisement