দীপাবলিতে আলো ছড়াবে ঘরের সুইচবোর্ডও ! নতুনের মতো ঝকঝকে রাখতে কাজে লাগান এই ৩ উপায়ের যে কোনও একটা
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Diwali Cleaning Hacks: কিছু ঘরোয়া জিনিস দিয়েই সুইচবোর্ড ঝকঝকে রাখা যেতে পারে, কীভাবে তা দেখে নেওয়া যাক একে একে।
এক উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসব আসার সময় হয়ে এল। প্রকৃতপক্ষে চলতি অক্টোবর মাস যেন উৎসবের মরশুম। দুর্গাপুজোর কিছুটা পড়েছিল মাসের শুরুর দিকে, এবার একে একে কালীপুজো, দীপাবলি, ছট, জগদ্ধাত্রীপুজোর পালা। প্রতিটি বাড়ি তাই উদযাপনের জন্য প্রস্তুত। চলছে ঘর-দোর পরিষ্কার রাখার পালা।
advertisement
এটা এক অবশ্য পালনীয় কর্তব্য। উৎসবের দিনে ঘর অপরিচ্ছন্ন রাখলে দেখতে যেমন ভাল লাগে না এক দিকে, তেমনই আবার ভারতে বেশিরভাগ উৎসবই ধর্মীয়, পরিচ্ছন্নতা যার মূল কথা। মজার ব্যাপার, এই সমস্ত পার্বণে ঘর পরিষ্কার করার সময়ে বেশিরভাগ মানুষ দেয়াল, ছাদ এবং আসবাবপত্রের দিকে মনোযোগ দিলেও একটি জায়গা প্রায়শই উপেক্ষা করা হয়- সেটা হল ঘরের সুইচবোর্ড। সময়ের সঙ্গে সঙ্গে ধুলো এবং দাগ এগুলোকে বিবর্ণ করে তোলে, যা বাড়ির সামগ্রিক সৌন্দর্যকেই প্রভাবিত করে।
advertisement
ঘরের সুইচবোর্ড ঝকঝকে রাখার জন্য বাজারে নানা রাসায়নিক ক্লিনার আছে, বেশিরভাগ সময়ে এগুলোই ব্যবহার করা হয়, তবে এক দিকে তা যেমন ব্যয়বহুল, তেমনই অন্য দিকে সঠিকভাবে প্রয়োগ না করা হলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে, কিছু ঘরোয়া জিনিস দিয়েই সুইচবোর্ড ঝকঝকে রাখা যেতে পারে, কীভাবে তা দেখে নেওয়া যাক একে একে। টুথপেস্ট এবং একটি পুরনো টুথব্রাশ এই ব্যাপারে অসাধারণ কাজ করতে পারে।
advertisement
সুইচবোর্ডে অল্প পরিমাণে টুথপেস্ট লাগাতে হবে, আলতো করে ঘষতে হবে ব্রাশ দিয়ে এবং শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুইচবোর্ডটি একেবারে নতুনের মতো দেখাবে। লেবুর রস এবং লবণের মিশ্রণও একটি শক্তিশালী প্রাকৃতিক ক্লিনার। লেবু মাঝখান থেকে দুই টুকরোয় কেটে নিতে হবে। এবার অর্ধেক লেবুর উপর কিছু লবণ ছিটিয়ে সুইচবোর্ডটি আলতো করে ঘষতে হবে। লেবুর অম্লভাব এবং লবণের খরখরে দানা সঙ্গে সঙ্গে ময়লা তুলে ফেলবে। পরিষ্কার করার আগে সুইচগুলো বন্ধ করে রাখতে হবে।
advertisement
নেলপলিশ রিমুভারও অনেক দিনের দাগ তুলতে দারুন ভাল কাজ করে। তুলো বা কাপড়ে অল্প পরিমাণে নিয়ে সুইচবোর্ডটি আলতো করে মুছে ফেলতে হবে। এটি পুরনো দাগ এবং কালো দাগ দুই অনায়াসে দূর করে।
advertisement
তবে হ্যাঁ, দুর্ঘটনা এড়াতে সুইচবোর্ড পরিষ্কার করার আগে সব সময়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে। পরিষ্কার করার সময়ো পায়ে জুতো দিতে হবে এবং বোর্ডের সুইচ আবার চালু করার আগে দেখে নিতে হবে যে এটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। ভেজা হাতে কখনই সুইচবোর্ড, প্লাগ বা তার স্পর্শ করা চলবে না। বৈদ্যুতিক সরঞ্জাম পরিষ্কার করার সময় ভেজা জায়গায় দাঁড়ানো বা ভেজা কাপড় পরে থাকাও চলবে না- দুই অত্যন্ত বিপজ্জনক হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)