Russia Ukraine War: আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়

Last Updated:

Russia Ukraine War: কুকুরটি অলসভাবে বসে আছে রাস্তায়৷ অপেক্ষায়, কখন তার মালিক জেগে উঠবেন৷ নেটিজেনরা চতুষ্পদটির প্রতি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা৷

Russia Ukraine War
Russia Ukraine War
রাশিয়া ইউক্রেন যুদ্ধের বহু ছবিই হৃদয় বিদারক৷ বিশ্ব জুড়ে নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে ছবিগুলি৷ সেই তালিকায় এখন শীর্ষে কিয়েভের একটি পথকুকুর৷ মালিকের নিথর দেহের পাশে অপেক্ষা করছে সে৷ কখন উঠে আবার আগের মতোই তাকে আদর করবে৷ সারমেয়টির বিশ্বাস, তার মালিক আবার আগের মতোই স্বাভাবিক থাকবেন৷ মৃত্যুর পরও তাই তাঁকে ছেড়ে চলে যায়নি কুকুরটি৷ ইউরোপীয় মিডিয়া সংস্থা নেক্সটা টিভি ইন্টারনেটে ছবিটি প্রকাশ করেছে৷ ট্যুইটারে ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘‘কুকুর তার মালিককে ছেড়ে কখনও চলে যায় না৷ এই কুকুরটির মালিক কিয়েভে প্রাণ হারিয়েছেন রুশ আক্রমণে৷’’
ট্যুইটারের ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে পড়ে আছে নিথর দেহটি৷ তার পাশেই পড়ে রয়েছে নীল রঙের একটি বাইসাইকেল৷ আর কুকুরটি অলসভাবে বসে আছে রাস্তায়৷ অপেক্ষায়, কখন তার মালিক জেগে উঠবেন৷ নেটিজেনরা চতুষ্পদটির প্রতি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা৷
এক নেটিজেন জানিয়েছেন, রুশ আক্রমণে কিয়েভে পশুপ্রাণীদের দুরবস্থার কথা৷ তাঁর ট্যুইটে দাবি করা হয়েছে, খাবার ও জলের অভাবে কিয়েভে পশুশালায় মারা গিয়েছে ৩৫৫ টি কুকুর৷ তাঁর অভিযোগ, ক্রমাগত রুশ আক্রমণেই এই পরিণতি হয়েছে৷ কারণ মালিকরা অনুমতি পাননি তাঁদের পোষ্যদের জন্য খাবার নিয়ে আসার৷ ওই নেটিজেনের দাবি, মাত্র ১৫০ টি কুকুর এই পরিস্থিতি এখনও অবধি সামলে উঠতে পেরেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভ্যাপসা গরমে বার বার পেটের গণ্ডগোল ও ডায়রিয়া? রইল মুক্তির জন্য ঘরোয়া টোটকা
ভাইরাল এই ছবিটি মনে করিয়ে দিচ্ছে হলিউডের ছবি ‘হাচিকো’-কে৷ সেই ছবিতে এরকমই একটি পরিস্থিতি আছে৷ যেখানে পোষ্য অপেক্ষা করে থাকে কখন তার মালিক আবার জেগে উঠবেন৷ ১৯৩০ সালের জাপানের একটি আসল ঘটনা থেকেই ছবিটি করা হয়েছিল৷ হাচিকো নামের কুকুরটি তার মালিকের মৃত্যুর ৯ বছর পরও তাঁর পথ চেয়ে বসেছিল৷
advertisement
আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সহজেই
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের শহর মারিয়ুপোলের মেয়র ভ্যাডিম বইচেঙ্কো সম্প্রতি জানিয়েছেন যে শহরের ৯০ শতাংশ পরিকাঠামোই ধ্বংস হয়ে গিয়েছে রুশ হানায়৷ ওই প্রতিবেদন অনুযায়ী মারিয়ুপোল শহরে ১ লক্ষ ৩০ হাজার মানুষ এখনও অবধি আটকে রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement