Dog Attack: এ কেমন মেয়ে! অসুস্থ মা-এর উপর কুকুর লেলিয়ে চরম শাস্তি, জানুন সেই ভয়ঙ্কর ঘটনা...

Last Updated:

Dog Attack: কলোরাডোর এক নারীর বিরুদ্ধে তার মায়ের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। ৫০টিরও বেশি কুকুরের আক্রমণে ৭৬ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ কুকুরগুলোকে উদ্ধার করে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত জেসিকা হফ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন...

এ কেমন মেয়ে! অসুস্থ মা-এর উপর কুকুর লেলিয়ে চরম শাস্তি, জানুন সেই ভয়ঙ্কর ঘটনা...AI Image
এ কেমন মেয়ে! অসুস্থ মা-এর উপর কুকুর লেলিয়ে চরম শাস্তি, জানুন সেই ভয়ঙ্কর ঘটনা...AI Image
কোলোরাডো: কলোরাডোর এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তার বাড়িতে থাকা ৫০টিরও বেশি কুকুর তার ৭৬ বছর বয়সী মাকে আক্রমণ করে হত্যা করেছে।
৪৭ বছর বয়সী জেসিকা হফকে শুক্রবার গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারি মাসে তার মা লাভন হফের মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করা হয়েছে। লাভন হফ ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন এবং তার জন্য সার্বক্ষণিক দেখাশোনার প্রয়োজন ছিল বলে জানিয়েছে পাবলো কাউন্টি শেরিফ অফিস।
advertisement
advertisement
শেরিফ অফিসে জানায়, ৩ ফেব্রুয়ারি জেসিকা হফ তার মাকে একা বাড়িতে রেখে বাজার করতে যান। পরে ওই দিনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাভন হফকে অচেতন অবস্থায় পায় এবং দেখতে পায় বাড়ির আশেপাশে বেশ কয়েকটি কুকুর অবাধে ঘুরে বেড়াচ্ছে।
পুলিশ আরও জানায়, ওই বাড়ি এবং জেসিকা হফের মালিকানাধীন আরেকটি বাড়ি তল্লাশি করে মোট ৫৪টি কুকুর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকেই অসুস্থ ছিল। এছাড়া সাতটি পাখিও খাঁচার মধ্যে ছিল। বাড়ির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা ছিল। পরে পশু নিয়ন্ত্রণ কর্মকর্তারা কুকুর ও পাখিগুলোকে উদ্ধার করে।
advertisement
জেসিকা হফ বর্তমানে জেলে রয়েছেন এবং বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নথি অনুসারে, তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
তিনি একজন সরকারি আইনজীবীর দ্বারা প্রতিনিধিত্ব পাচ্ছেন, তবে পাবলিক ডিফেন্ডার অফিস থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dog Attack: এ কেমন মেয়ে! অসুস্থ মা-এর উপর কুকুর লেলিয়ে চরম শাস্তি, জানুন সেই ভয়ঙ্কর ঘটনা...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement