Bus Accident: ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন

Last Updated:

Bus Accident: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে৷ যাত্রী বোঝাই বাস হাইওয়ের মাঝখানে উল্টে যাওয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷

ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন - ছবি x
ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন - ছবি x
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ সেখানে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যায়৷ এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি পরিষেবা সংস্থা।
জোহানেসবার্গের একুরহুলেনি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র উইলিয়াম এনথলাদি জানান, উদ্ধারকর্মীরা বাসটিকে সোজা করার চেষ্টা করছেন যাতে এর নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করা যায়।
advertisement
এই দুর্ঘটনাটি জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মহাসড়কে ঘটে। দুর্ঘটনার পর বাসটি রাস্তার একপাশে কাত হয়ে পড়েছিল।
advertisement
কর্তৃপক্ষ জানায়, বাসটি জোহানেসবার্গের পূর্ব দিকের কাটলেহং টাউনশিপ থেকে যাত্রী পরিবহন করছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন পুরুষ ও ৩ জন নারীর মৃত্যু হয়। এখনো দুটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে জানা গেছে। তবে মৃতদের বয়স সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
advertisement
হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তারা প্রত্যেকেই গুরুতর আহত হন৷ আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
এই দুর্ঘটনায় অন্য কোনো গাড়ির সংযোগ ছিল না, তবে কী কারণে বাসটি উল্টে গেল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bus Accident: ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement