Home /News /international /
রানি এলিজাবেথের সঙ্গে ‘লুকোচুরি’ খেললেন ডোনাল্ড ট্রাম্প ! দেখুন অদ্ভ‌ুত সেই ভিডিও

রানি এলিজাবেথের সঙ্গে ‘লুকোচুরি’ খেললেন ডোনাল্ড ট্রাম্প ! দেখুন অদ্ভ‌ুত সেই ভিডিও

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

মাত্র তিন দিনের সফরে ব্রিটেনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ অবশ্য তিনি লন্ডনের মাটি ছোঁয়ার আগে থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে ট্রাম্প-বিরোধী প্রতিবাদ ৷

 • Share this:

  #লন্ডন: মাত্র তিন দিনের সফরে ব্রিটেনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ অবশ্য তিনি লন্ডনের মাটি ছোঁয়ার আগে থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে ট্রাম্প-বিরোধী প্রতিবাদ ৷ পূর্বপরিকল্পনা মতোই স্ত্রী মেলানিয়াকে নিয়ে বৃহস্পতিবার ইংল্যান্ডে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প ৷ বিতর্কিত এই সফর নিয়ে নানা মুনির নানা মত ৷ তবে কূটনৈতিক কূটকচালিকে সরিয়ে রেখে রানি-ট্রাম্পের মজার সাক্ষাৎ নিয়েই এখন তোলপাড় নেটদুনিয়া ৷ গতকাল উইনসর ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর একসঙ্গে হেঁটে আসছিলেন ট্রাম্প ও রানি ৷ তাঁদের সেই হাঁটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে ৷ কিন্তু কেন ? কী ছিল সেই ভিডিওতে ?

  আরও পড়ুন: বিয়ের ভিডিও শ্যুটে বিপত্তি, বর-কনের মাথায় ভেঙে পড়ল গাছ !

  ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, হাঁটার সময় রানির আগে আগে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ একসময় রানিকে পুরোপুরি ঢেকে দেন ট্রাম্প ৷ ট্রাম্পের আড়ালে ঢাকা পড়ে কয়েকমুহূর্ত রানি একেবারে চোখের আড়ালে চলে যান ৷ কিছুক্ষণের মধ্যেই যদিও ট্রাম্পের পাশে চলে আসেন তিনি ৷

  First published:

  Tags: Britain, Donald Trump, Queen Elizabeth II, Visit

  পরবর্তী খবর