#ওয়াশিংটন: নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনার ভয়াবহ পরিস্থিতি, টলমল অর্থনীতি, বেকারত্বের আবহে এই নির্বাচন কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের কাছে৷ সরগরম মার্কিন রাজনীতিতে বড়সড় প্রতিশ্রুতি ঘোষণা করলেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী জো বাইডেন৷ আমেরিকার প্রাক্তন ভাইস প্রসিডেন্ট প্রতিশ্রুতি দিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করবেন৷ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কাছে যা বড় পাওনা হবে৷ H-1B ভিসাতেই মার্কিন মুলুকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করেন বহু ভারতীয়৷
As #ImmigrantHeritageMonth comes to a close, I want to make one thing clear: Immigrants have always made our nation stronger — our diversity is, and has always been, our greatest strength.
Donald Trump doesn't get that — we need a president who does. — Joe Biden (@JoeBiden) July 1, 2020
NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷ তিনি বলেন, 'উনি (ট্রাম্প) H-1B ভিসা এই বছরের জন্য বন্ধ করেছেন৷ আমার প্রশাসনে তা হবে না৷ ওই ভিসা প্রাপ্ত মানুষরাই এই দেশকে গড়েছেন৷ আমার অভিবাসন নীতিতে কোনও পরিবারকে ভাঙা হবে না৷ বরং পরিবারকে গড়ে তৈরি করা হবে৷ যাতে গোটা পরিবার একসঙ্গে থাকতে পারেন৷ যেমন আগে ছিল৷'
ট্রাম্পের অভিবাসন নীতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে বাইডেনের বক্তব্য, যাঁরা আমেরিকান ড্রিম দেখেন, তাঁদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ করা হবে তিনি প্রেসিডেন্ট হলে৷ দক্ষিণ ও পূর্ব এশিয়ার ১ লক্ষের বেশি যোগ্য কর্মীর স্বপ্ন পূরণ হবে৷ হাই স্কিলড টেম্পোরারি ভিসা অযোগ্য কর্মীদের দেওয়া ঠিক নয়৷ বর্তমানে যা দেওয়া রয়েছে দেদার৷
গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ ঘোষণা করেন, এ বছরের শেষ পর্যন্ত H-1B সহ ৪ ধরনের ভিসা দেওয়া হবে না৷ ট্রাম্প জানান, করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন মুলুকে বেকারত্ব চরমে। তাই অন্তত এ বছর আর নতুন করে চার ধরনের ভিসা দেওয়া হবে না। H-1B, L, H-2B এবং J। অথচ ফি বছর যত এইচ-১বি ভিসা দেওয়া হয়, তার অন্তত ৭০% থাকে ভারতীয়দের হাতে। মূলত তার জোরেই বিভিন্ন সংস্থার প্রকল্পে কর্মী পাঠায় টিসিএস, কগনিজ্যান্ট, উইপ্রোর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden, US Immigration policy, US President Election 2020