US President Election 2020| 'প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার সাসপেনশন তুলে দেব,' বড় প্রতিশ্রুতি বাইডেনের

Last Updated:

NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷

#ওয়াশিংটন: নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনার ভয়াবহ পরিস্থিতি, টলমল অর্থনীতি, বেকারত্বের আবহে এই নির্বাচন কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের কাছে৷ সরগরম মার্কিন রাজনীতিতে বড়সড় প্রতিশ্রুতি ঘোষণা করলেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী জো বাইডেন৷ আমেরিকার প্রাক্তন ভাইস প্রসিডেন্ট প্রতিশ্রুতি দিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করবেন৷ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কাছে যা বড় পাওনা হবে৷ H-1B ভিসাতেই মার্কিন মুলুকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করেন বহু ভারতীয়৷
advertisement
advertisement
NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷ তিনি বলেন, 'উনি (ট্রাম্প) H-1B ভিসা এই বছরের জন্য বন্ধ করেছেন৷ আমার প্রশাসনে তা হবে না৷ ওই ভিসা প্রাপ্ত মানুষরাই এই দেশকে গড়েছেন৷ আমার অভিবাসন নীতিতে কোনও পরিবারকে ভাঙা হবে না৷ বরং পরিবারকে গড়ে তৈরি করা হবে৷ যাতে গোটা পরিবার একসঙ্গে থাকতে পারেন৷ যেমন আগে ছিল৷'
advertisement
ট্রাম্পের অভিবাসন নীতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে বাইডেনের বক্তব্য, যাঁরা আমেরিকান ড্রিম দেখেন, তাঁদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ করা হবে তিনি প্রেসিডেন্ট হলে৷ দক্ষিণ ও পূর্ব এশিয়ার ১ লক্ষের বেশি যোগ্য কর্মীর স্বপ্ন পূরণ হবে৷ হাই স্কিলড টেম্পোরারি ভিসা অযোগ্য কর্মীদের দেওয়া ঠিক নয়৷ বর্তমানে যা দেওয়া রয়েছে দেদার৷
advertisement
গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্‍ ঘোষণা করেন, এ বছরের শেষ পর্যন্ত H-1B সহ ৪ ধরনের ভিসা দেওয়া হবে না৷ ট্রাম্প জানান, করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন মুলুকে বেকারত্ব চরমে। তাই অন্তত এ বছর আর নতুন করে চার ধরনের ভিসা দেওয়া হবে না। H-1B, L, H-2B এবং J। অথচ ফি বছর যত এইচ-১বি ভিসা দেওয়া হয়, তার অন্তত ৭০% থাকে ভারতীয়দের হাতে। মূলত তার জোরেই বিভিন্ন সংস্থার প্রকল্পে কর্মী পাঠায় টিসিএস, কগনিজ্যান্ট, উইপ্রোর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US President Election 2020| 'প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার সাসপেনশন তুলে দেব,' বড় প্রতিশ্রুতি বাইডেনের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement