US President Election 2020| 'প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার সাসপেনশন তুলে দেব,' বড় প্রতিশ্রুতি বাইডেনের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷
#ওয়াশিংটন: নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনার ভয়াবহ পরিস্থিতি, টলমল অর্থনীতি, বেকারত্বের আবহে এই নির্বাচন কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের কাছে৷ সরগরম মার্কিন রাজনীতিতে বড়সড় প্রতিশ্রুতি ঘোষণা করলেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী জো বাইডেন৷ আমেরিকার প্রাক্তন ভাইস প্রসিডেন্ট প্রতিশ্রুতি দিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে H-1B ভিসার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করবেন৷ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কাছে যা বড় পাওনা হবে৷ H-1B ভিসাতেই মার্কিন মুলুকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করেন বহু ভারতীয়৷
As #ImmigrantHeritageMonth comes to a close, I want to make one thing clear: Immigrants have always made our nation stronger — our diversity is, and has always been, our greatest strength.
Donald Trump doesn't get that — we need a president who does. — Joe Biden (@JoeBiden) July 1, 2020
advertisement
advertisement
NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷ তিনি বলেন, 'উনি (ট্রাম্প) H-1B ভিসা এই বছরের জন্য বন্ধ করেছেন৷ আমার প্রশাসনে তা হবে না৷ ওই ভিসা প্রাপ্ত মানুষরাই এই দেশকে গড়েছেন৷ আমার অভিবাসন নীতিতে কোনও পরিবারকে ভাঙা হবে না৷ বরং পরিবারকে গড়ে তৈরি করা হবে৷ যাতে গোটা পরিবার একসঙ্গে থাকতে পারেন৷ যেমন আগে ছিল৷'
advertisement
ট্রাম্পের অভিবাসন নীতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে বাইডেনের বক্তব্য, যাঁরা আমেরিকান ড্রিম দেখেন, তাঁদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ করা হবে তিনি প্রেসিডেন্ট হলে৷ দক্ষিণ ও পূর্ব এশিয়ার ১ লক্ষের বেশি যোগ্য কর্মীর স্বপ্ন পূরণ হবে৷ হাই স্কিলড টেম্পোরারি ভিসা অযোগ্য কর্মীদের দেওয়া ঠিক নয়৷ বর্তমানে যা দেওয়া রয়েছে দেদার৷
advertisement
গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ ঘোষণা করেন, এ বছরের শেষ পর্যন্ত H-1B সহ ৪ ধরনের ভিসা দেওয়া হবে না৷ ট্রাম্প জানান, করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন মুলুকে বেকারত্ব চরমে। তাই অন্তত এ বছর আর নতুন করে চার ধরনের ভিসা দেওয়া হবে না। H-1B, L, H-2B এবং J। অথচ ফি বছর যত এইচ-১বি ভিসা দেওয়া হয়, তার অন্তত ৭০% থাকে ভারতীয়দের হাতে। মূলত তার জোরেই বিভিন্ন সংস্থার প্রকল্পে কর্মী পাঠায় টিসিএস, কগনিজ্যান্ট, উইপ্রোর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 12:50 PM IST