বিধ্বংসী তুষারঝড়ে বরফে জমাট অসহায় হরিণের চোখ মুখ কান, কী হল পরিণতি, ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Frozen Deer: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হরিণের মুখ সম্পূর্ণ জমে থাকা বরফে আটকে গিয়েছিল
শতকের ভয়াবহতম তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা ও কানাডার বিস্তীর্ণ অংশ৷ ভয়াল প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত অগণিত মানুষ৷ শুধু মানুষই নয়৷ প্রকৃতির তাণ্ডবে নাকাল পশুপ্রাণীও৷ সেরকমই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক হরিণের মুখ, চোখ এবং কান সম্পূর্ণ ঢেকে গিয়েছে বরফে৷
শীতের তুষারঝড়ের মারণকামড়ে অসহায় প্রাণীটি কার্যত ফ্রোজেন৷ সৌভাগ্যবশত দু’জন হাইকার অবলা প্রাণীটিকে রক্ষা করেন এই অবস্থা থেকে৷ ভিডিও কোথায় লেন্সবন্দি করা হয়েছে, তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটি৷
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হরিণের মুখ সম্পূর্ণ জমে থাকা বরফে আটকে গিয়েছিল৷ মনে করা হচ্ছে, বরফে মুখ ঢুকিয়ে খাবার খোঁজার চেষ্টা করছিল তৃণভোজী প্রাণীটি৷ তখনই তার এই পরিণতি হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের
কিন্তু হাইকারদের দেখে প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যায় চতুষ্পদটি৷ তবে কসরত করার পর হরিণটিকে ধরতে সমর্থ হন হাইকার দু’জন৷ তার পর মুখের তুষার আবরণ সরিয়ে দেন৷ মুক্তি পেয়ে আনন্দে ছুটে পালায় হরিণটি৷
advertisement
প্রতিকূল আবহাওয়ায় অবোলা প্রাণীকে সাহায্য করায় হাইকারদের ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ কেউ বলেছেন, মানুষমাত্রই জীবজগতের প্রতি নির্দয় নন৷ কারওর কারওর জীবজন্তুদের প্রতি সহমর্মিতা ও ভালবাসাও আছে৷
তুষারঝড়ের প্রভাবে হরিণের মতো নিরীহ প্রাণীদের কী করুণ অবস্থা হতে পারে, সেই ভয়াবহতাও তুলে ধরেছেন নেটিজেনদের একাংশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 2:20 PM IST