জোহানেসবার্গ: জলের তলায় ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস!
দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার, দুজনেই ডুবুরি। দেড় বছরের মেয়ে নেভের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকেন তাঁরা। এই দুজন এবার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
আরও পড়ুন- এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে? মারাত্মক দাবি করে বসলেন তামিল নেতা, তোলপাড় দেশ
মলদ্বীপের একটি হোটেলের পুলে তাঁরা ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস করেছেন। এর আগে জলের তলায় ৩ মিনিট ২৪ সেকেন্ড ধরে কিসিং-এর রেকর্ড ছিল। ১৩ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন বেথ ও মাইলস।
বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মলদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি জলের নীচের শুট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তাঁরা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তাঁরা।
আরও পড়ুন- ভূমিকম্পের পর ঘূর্ণিঝড়ের দাপট! খাবার-আশ্রয়ের খোঁজে চলছে হাহাকার, তছনছ এই দেশ
বেথ বলছিলেন, "রেকর্ডের তিন দিন আগে আমি আমার শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারছিলাম না।" বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে আরও বলেন, "আমরা বহুদিন ধরেই প্রশিক্ষণ করছিলাম। তবে এমন রেকর্ড করে ফেলতে পারব সেটা সত্য়িই ভাবিনি।"
পেশাদার হওয়া সত্ত্বেও এমন স্টান্ট বেথ এবং মাইলসের পক্ষে কঠিন ছিল। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁরা এমন স্পেশাল রেকর্ড করতে পেরে তাঁরা দুজনেই খুশি ও গর্বিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiss, Valentines Day 2023