জলের তলায় ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে চুমু! ভালবাসার দিনে বিশ্বরেকর্ড স্বামী-স্ত্রীর
- Published by:Suman Majumder
Last Updated:
couple kiss for 4.6 minutes: জলের তলায় চুমুর নতুন বিশ্বরেকর্ড।
জোহানেসবার্গ: জলের তলায় ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস!
দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার, দুজনেই ডুবুরি। দেড় বছরের মেয়ে নেভের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকেন তাঁরা। এই দুজন এবার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
আরও পড়ুন- এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে? মারাত্মক দাবি করে বসলেন তামিল নেতা, তোলপাড় দেশ
মলদ্বীপের একটি হোটেলের পুলে তাঁরা ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস করেছেন। এর আগে জলের তলায় ৩ মিনিট ২৪ সেকেন্ড ধরে কিসিং-এর রেকর্ড ছিল। ১৩ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন বেথ ও মাইলস।
advertisement
advertisement
advertisement
বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মলদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি জলের নীচের শুট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তাঁরা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তাঁরা।
আরও পড়ুন- ভূমিকম্পের পর ঘূর্ণিঝড়ের দাপট! খাবার-আশ্রয়ের খোঁজে চলছে হাহাকার, তছনছ এই দেশ
বেথ বলছিলেন, "রেকর্ডের তিন দিন আগে আমি আমার শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারছিলাম না।" বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে আরও বলেন, "আমরা বহুদিন ধরেই প্রশিক্ষণ করছিলাম। তবে এমন রেকর্ড করে ফেলতে পারব সেটা সত্য়িই ভাবিনি।"
advertisement
পেশাদার হওয়া সত্ত্বেও এমন স্টান্ট বেথ এবং মাইলসের পক্ষে কঠিন ছিল। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁরা এমন স্পেশাল রেকর্ড করতে পেরে তাঁরা দুজনেই খুশি ও গর্বিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 8:33 PM IST