LTTE Chief Prabhakaran: এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে? মারাত্মক দাবি করে বসলেন তামিল নেতা, তোলপাড় দেশ

Last Updated:

LTTE Chief Prabhakaran: ১৯৯১ সালে রাজীব গান্ধির হত্যার মূল অভিযুক্ত হিসাবেও প্রভাকরণের নাম উঠে এসেছে বারংবার৷

প্রভাকরণের ফাইল ছবি
প্রভাকরণের ফাইল ছবি
তামিলনাড়ু: হঠাৎ করে দক্ষিণ ভারতে যেন ফিরে এল এলটিটিই আতঙ্ক৷ কারণ, সোমবার তামিল রাজনৈতিক নেতা পাহজা নেদুমরান দাবি করেছেন, যে এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ এখনও বেঁচে আছেন ও সুস্থ আছেন, তাঁকে ফের শীঘ্রই প্রকাশ্যে দেখা যাবে৷ উল্লেখ্য, ২০০৯ সালে তৎকালীন শ্রীলঙ্কার সরকার ঘোষণা করেছিল প্রভাকরণের মৃত্যুর কথা৷ হঠাৎ করে এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন এই নেতা৷
এলটিটিই-এর পুরো নাম লিবারেশন টাইগারস অফ তামিল ইলেম৷ শ্রীলঙ্কায় তামিল প্রদেশের জন্য দীর্ঘদিন ধরে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন প্রভাকরণ৷ পাশাপাশি, ১৯৯১ সালে রাজীব গান্ধির হত্যার মূল অভিযুক্ত হিসাবেও প্রভাকরণের নাম উঠে এসেছে বারংবার৷
advertisement
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
বিশ্ব তামিল কনফেডারশনের প্রধান এই তামিলনাড়ুর নেতা আরও দাবি করেছেন, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবেন প্রভাকরণ ও তিনি ঘোষণা করবেন তামিল জাতির মুক্তির জন্য তিনি কী পরিকল্পনা করেছেন৷
advertisement
নেদুমরান সংবাদমাধ্যমে দাবি করেছেন, ‘‘আমি অত্যন্ত খুশির সঙ্গে তামিলদের জাতীয় নেতা প্রভাকরণ সম্পর্কে একটি সুখবর জানাচ্ছি৷ আমি আনন্দের সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তামিল সাধারণ মানুষের কাছে ঘোষণা করছি, তিনি সুস্থ আছেন৷ আমার মনে হয়, এই খবর সমস্ত জল্পনায় দাঁড়ি টানবে যা ইচ্ছা করে, নিয়ম মাফিক ছড়িয়ে দেওয়া হয়েছে৷’’
advertisement
১৯৫৪ সালের ২৬ নভেম্বর প্রভাকরণের জন্ম হয়৷ বর্ধিষ্ণু পরিবারের ছোট ছেলে ছিলেন প্রভাকরণ৷ ২০০৯ সালে শ্রীলঙ্কার সরকারের ঘোষণা মতো প্রয়াত হন প্রভাকরণ৷ তার আগে সেই ১৯৮৩ সাল থেকে টানা ২৮ বছর ধরে নানা ভাবে এই তামিল বিদ্রোহীদের কোপে শান্তি বিঘ্নিত হয়েছে দ্বীপরাষ্ট্রের৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
LTTE Chief Prabhakaran: এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে? মারাত্মক দাবি করে বসলেন তামিল নেতা, তোলপাড় দেশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement