LTTE Chief Prabhakaran: এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে? মারাত্মক দাবি করে বসলেন তামিল নেতা, তোলপাড় দেশ
- Published by:Uddalak B
Last Updated:
LTTE Chief Prabhakaran: ১৯৯১ সালে রাজীব গান্ধির হত্যার মূল অভিযুক্ত হিসাবেও প্রভাকরণের নাম উঠে এসেছে বারংবার৷
তামিলনাড়ু: হঠাৎ করে দক্ষিণ ভারতে যেন ফিরে এল এলটিটিই আতঙ্ক৷ কারণ, সোমবার তামিল রাজনৈতিক নেতা পাহজা নেদুমরান দাবি করেছেন, যে এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ এখনও বেঁচে আছেন ও সুস্থ আছেন, তাঁকে ফের শীঘ্রই প্রকাশ্যে দেখা যাবে৷ উল্লেখ্য, ২০০৯ সালে তৎকালীন শ্রীলঙ্কার সরকার ঘোষণা করেছিল প্রভাকরণের মৃত্যুর কথা৷ হঠাৎ করে এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন এই নেতা৷
এলটিটিই-এর পুরো নাম লিবারেশন টাইগারস অফ তামিল ইলেম৷ শ্রীলঙ্কায় তামিল প্রদেশের জন্য দীর্ঘদিন ধরে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন প্রভাকরণ৷ পাশাপাশি, ১৯৯১ সালে রাজীব গান্ধির হত্যার মূল অভিযুক্ত হিসাবেও প্রভাকরণের নাম উঠে এসেছে বারংবার৷
advertisement
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
বিশ্ব তামিল কনফেডারশনের প্রধান এই তামিলনাড়ুর নেতা আরও দাবি করেছেন, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবেন প্রভাকরণ ও তিনি ঘোষণা করবেন তামিল জাতির মুক্তির জন্য তিনি কী পরিকল্পনা করেছেন৷
advertisement
নেদুমরান সংবাদমাধ্যমে দাবি করেছেন, ‘‘আমি অত্যন্ত খুশির সঙ্গে তামিলদের জাতীয় নেতা প্রভাকরণ সম্পর্কে একটি সুখবর জানাচ্ছি৷ আমি আনন্দের সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তামিল সাধারণ মানুষের কাছে ঘোষণা করছি, তিনি সুস্থ আছেন৷ আমার মনে হয়, এই খবর সমস্ত জল্পনায় দাঁড়ি টানবে যা ইচ্ছা করে, নিয়ম মাফিক ছড়িয়ে দেওয়া হয়েছে৷’’
advertisement
১৯৫৪ সালের ২৬ নভেম্বর প্রভাকরণের জন্ম হয়৷ বর্ধিষ্ণু পরিবারের ছোট ছেলে ছিলেন প্রভাকরণ৷ ২০০৯ সালে শ্রীলঙ্কার সরকারের ঘোষণা মতো প্রয়াত হন প্রভাকরণ৷ তার আগে সেই ১৯৮৩ সাল থেকে টানা ২৮ বছর ধরে নানা ভাবে এই তামিল বিদ্রোহীদের কোপে শান্তি বিঘ্নিত হয়েছে দ্বীপরাষ্ট্রের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 9:19 PM IST