অকল্যান্ড: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে সারাদেশে বন্যা পরিস্থিতির পাশাপাশি ভূমিধসের সৃষ্টি হয়েছে। দেশের উত্তর দ্বীপে শক্তিশালী এই ঝড় আঘাত হানার পর মঙ্গলবার নিউজিল্যান্ড সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় হাজার হাজার অধিকাংশ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ভূমিধস ও ভারী বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যার কারণে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরন ম্যাকনাল্টি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
ম্যাকনাল্টি জানিয়েছেন, "এটি নিউজিল্যান্ডের জীবনের জন্য একটি বড় বিপর্যয়।" তিনি বলেন, মঙ্গলবার আরও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে জরুরি পরিষেবা ব্যাহত হবে। নিউজিল্যান্ড এখন ঝড়ের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে।
তৃতীয়বারের মতো নিউজিল্যান্ড জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর আগে, ২০১৯ সালে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা এবং ২০২০ সালে কোভিড মহামারিতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে সোমবার নিউজিল্যান্ডে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার বিকেল থেকে কিছু পরিষেবা আবার শুরু হবে বলে আশা করছে।
আরও পড়ুন, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের মহাতাণ্ডব! সুপার এক্সপ্রেস গতিবেগে ঝড়
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, ফেব্রুয়ারিতে অকাল ঘূর্ণিঝড়ের শঙ্কা? কবে আসল সময়
ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকার অবস্থা খুবই খারাপ। বাসিন্দাদের স্থানীয় আশ্রয় শিবিরগুলিতে চলে যেতে হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে অনেক এলাকায় বন্যার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone, Cyclone Alert