জেলের ভিতর কবির মৃত্যু, উত্তাল বাংলাদেশ, রাস্তায় রাস্তায় বিক্ষোভ-মিছিল-অবরোধ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাতে ঢাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এক দল ছাত্র। শনিবার সকাল থেকেই শাহবাগের মোড়ে রাস্তা অবরোধ করা হয়, দেশের প্রায় প্রতিটি শহরে চলে মিছিল
#বাংলাদেশ: জেল হেফাজতে মৃত্যু হয় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ! হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও এই আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ।
সরকারের সমালোচক মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছর ৬ মে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশের বিশেষ বাহিনী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ে পোস্টের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গুজব ছড়িয়ে হিংসায় প্ররোচনা দেওয়ার। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও দায়ের করে করে পুলিশ। ২৩ তারিখ শেষ বার দু’জনে আদালতে আসেন। সেই সময়ে কার্টুনিস্ট কিশোর অভিযোগ করেন, গ্রেফতারের পরে শারীরিক নির্যাতন করেছিল পুলিশ, মারধরের কারণে তৈরি হয়েছে ক্ষত, সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আদালত চত্বরে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় কিশোরকে। কিন্তু বৃহস্পতিবার রাতে জানানো হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গিয়েছেন ৫৩ বছরের লেখক মুশতাক।
advertisement
খবরটি ছড়াতেই রাতে ঢাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এক দল ছাত্র। শনিবার সকাল থেকেই শাহবাগের মোড়ে রাস্তা অবরোধ করা হয়, দেশের প্রায় প্রতিটি শহরে চলে মিছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2021 1:19 PM IST