Viral News: সপ্তাহে ১ কেজি চকলেট, মদ-সিগারেট দেদার! তাও ১৩৫ বছর বাঁচেন চিনের এই মহিলা

Last Updated:

Oldest Woman: চিনা কর্মকর্তাদের মতে, আলমিহান সেয়িতির জন্ম ২৫ জুন, ১৮৮৬ সালে। তখন চিনে কিং রাজবংশের রাজত্ব চলছিল।

দীর্ঘায়ুর রহস্য সপ্তাহে ১ কেজি চকোলেট, শেষ নিশ্বাস ত্যাগ করলেন ১৩৫ বছরের আলমিহান!
দীর্ঘায়ুর রহস্য সপ্তাহে ১ কেজি চকোলেট, শেষ নিশ্বাস ত্যাগ করলেন ১৩৫ বছরের আলমিহান!
#বেজিং: চিনের কর্মকর্তাদের কথায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (Oldest Person on Earth) আর এই পৃথিবীতে নেই। আলমিহান সেয়িতি (Almihan Seyiti) নামে ওই মহিলা গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book Of World Records) তাঁর নাম উঠতে উঠতেও ওঠেনি। এমনই দুঃখজনক খবর শোনালেন চিনা কর্মকর্তারা। গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে যিনি রেকর্ড করেছিলেন, তাঁর বয়স ১১৮ বছর। তাঁর পরবর্তীতে এই মুহূর্তে এই রেকর্ডটি জাপানের কেন তানাকার (Kane Tanaka) নামে রয়েছে।
কিন্তু আমরা যে মহিলার কথা বলছি তাঁর বয়স ছিল প্রায় ১৩৫ বছরেরও সামান্য বেশি। তিনি গত সপ্তাহেই মারা গিয়েছেন। চিনের কর্মকর্তাদের মতে, এই নারী ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর। সেখানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মহিলার বয়স মাত্র ১১৮ বছর।
advertisement
advertisement
চিনা কর্মকর্তাদের মতে, আলমিহান সেয়িতির জন্ম ২৫ জুন, ১৮৮৬ সালে। তখন চিনে কিং রাজবংশের রাজত্ব চলছিল। কিন্তু গত সপ্তাহেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলামিহান। যদি চিনা কর্মকর্তাদের এই দাবি বিশ্বাস করা হয়, তবে আলমিহান সেয়িতি-ই বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা হয়ে উঠবেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি প্রতি সপ্তাহে এক কেজি চকলেট খেতেন। এখানেই শেষ নয়, মৃত্যুর আগে পর্যন্ত তিনি ক্রমাগত সিগারেট ও মদ সেবন করেছেন। তবে দুঃখের বিষয়, তাঁর পরিবার বা চিনা কর্তৃপক্ষ তাঁর বয়স সম্পর্কে কোনও প্রমাণ দিতে পারেননি।
advertisement
আরও পড়ুন:  বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন ! মৃত ১৬, নিখোঁজ বহু যাত্রী
আলমিহান সেয়িতির মৃত্যু হয়েছে এই বছরের ১৬ ডিসেম্বর। জীবনে তিনি দু'বার ক্যানসারকে পরাজিত করেছেন। মাত্র ১৭ বছর বয়সে আলমিহানের বিয়ে হয়েছিল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর স্বামী মারা যান ১৯৭৬ সালে। চকোলেটের প্রতি ভালোবাসা ছাড়াও আলমিহান গান গাইতে খুব পছন্দ করতেন। এছাড়াও তিনি অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে জানতেন। তাঁর পরিবারের সদস্যদের মতে, মৃত্যুর সময় পর্যন্ত তিনি পরিষ্কার দেখতে ও শুনতে পেতেন, তবে হাঁটাচলায় সামান্য সমস্যা হত।
advertisement
দ্য সান-এর খবর অনুসারে, যদি আলমিহান সেয়িতির বয়স সঠিক হয়, তবে তিনি কেন তানাকার চেয়ে ১৭ বছরের বড় ছিলেন, যিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা হিসাবে গিনেস বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে আলমিহানের পরিবার তাঁর বয়স যাচাই করার জন্য কখনওই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: সপ্তাহে ১ কেজি চকলেট, মদ-সিগারেট দেদার! তাও ১৩৫ বছর বাঁচেন চিনের এই মহিলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement