Bangladesh Ferry Fire: বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন ! মৃত ৩৭, নিখোঁজ বহু যাত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh Ferry Fire Incident: আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে ৷
ঢাকা: যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন ! বাংলাদেশে এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ৪৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ মৃতের সংখ্যা তাই আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ বাংলাদেশের ঝালকাঠিতে একটি যাত্রীবাহী লঞ্চে বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে (Bangladesh Ferry Fire) ৷
‘এমভি-১০ অভিযান’ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছিল ৷ সুগন্ধী নদীর উপর দিয়ে যাওয়ার সময়েই লঞ্চে আগুন লেগে যায় ৷ ভয়াবহ আগুনে পালাবার পথ পায়নি কেউই ৷ পুড়েই মৃত্যু হয়েছে অধিকাংশের ৷ আহতদের বেশিরভাগেরই শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছে ৷ অনেক যাত্রীরাই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান ৷ বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ ৷ তাদের খোঁজ চলছে ৷ অনেকেই সাঁতার জানতেন না, কিন্তু আগুনের ভয় নদীতে ঝাঁপ দেন ৷
advertisement
advertisement
আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নেমে পড়ে ৷ আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ঘন কুয়াশায় ভোরবেলা আগুন নেভানোর কাজ করতে ভালোমতোই সমস্যায় পড়েন দমকলকর্মীরা ৷ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2021 10:12 AM IST