রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তানের, জঙ্গি হামলার ঘটনায় ভারতের পাশে চিন

Last Updated:
#নয়াদিল্লি: রাষ্ট্রসংঘে বড়সড় কূটনৈতিক সাফল্য ভারতের ৷ জঙ্গি হামলায় রাষ্ট্রসংঘকে পাশে পেল ভারত ৷ হামলার নিন্দায় সরব হল রাষ্ট্রসংঘ ৷ নিন্দায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ ভারতের পাশে থাকার বার্তা ৷
অন্যদিকে, জঙ্গি মাসুদ আজহারকে আন্তজার্তিক জঙ্গির তকমা দিল রাষ্ট্রসংঘ ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব মঞ্জুর হয় ৷ রাষ্ট্রসংঘের এই প্রস্তাবের পাশে রয়েছে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত চিনও ৷ পুলওয়ামা হামলার তীব্র নিন্দাও করা হয়েছে চিনের তরফ থেকে ৷ রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী, পুলওয়ামায় হামলায় দোষীদের শাস্তির প্রস্তাব ৷ বিশ্বকে ভারতের পাশে দাঁড়াতে আবেদন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৷
advertisement
পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । রাষ্ট্রসংঘের বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, ‘জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।’
advertisement
advertisement
পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তানের, জঙ্গি হামলার ঘটনায় ভারতের পাশে চিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement