হোম /খবর /বিদেশ /
চিকিৎসাশাস্ত্রে বিরল ঘটনা! ৩৩ বছর বয়সি মহিলার যকৃতে পাওয়া গেল ভ্রূণ

Foetus found in woman’s liver : চিকিৎসাশাস্ত্রে বিরল ঘটনা! ৩৩ বছর বয়সি মহিলার যকৃতে পাওয়া গেল ভ্রূণ

ছবি-ফেসবুকের ভিডিও থেকে

ছবি-ফেসবুকের ভিডিও থেকে

তাঁর যকৃতে বেড়ে উঠছিল ভ্রূণ (foetus in liver)

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : কানাডায় এক মহিলার যকৃতে পাওয়া গেল ভ্রূণ৷ ৩৩ বছর বয়সি ওই মহিলার যকৃতেই স্থাপিত হয়েছিল ভ্রূণটি৷ চিকিৎসক মাইকেল নার্ভের পোস্ট থেকে জানা গিয়েছে এই ঘটনা৷ কানাডার ম্যানিটোবার চিল্ড্রেন্স হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের ওই চিকিৎসক একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ জানিয়েছেন যে মহিলা তাঁর কাছে এসেছিলেন ১৪ দিন ধরে তাঁর ঋতুস্রাব চলছিল৷ পরীক্ষা করে দেখা যায় তিনি এক্টোপিক প্রেগন্যান্সির (ectopic pregnancy) শিকার৷ তাঁর যকৃতে বেড়ে উঠছিল ভ্রূণ (foetus in liver)৷

এক্টোপিক প্রেগন্যান্সি হল সেই ঘটনা যখন নিষিক্ত ডিম্বাণু ইউটেরাইন ক্যাভিটিতে স্থাপিত হয় না৷ বরং নির্দিষ্ট স্থানের বদলে অন্য কোন অঙ্গে সেটি স্থাপিত হয়৷

আরও পড়ুন : তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে থাকে এবং সেখানেই বৃদ্ধি পেতে থাকে৷ অনেক সময় ওভারি বা অ্যাবডোমিনাল ওয়াল বা কার্ভিক্সেও স্থাপিত হয় নিষিক্ত ডিম্বাণু৷ কিন্তু ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশনের তথ্য অনুযায়ী, এক্টোপিক প্রেগন্যান্সিতে যকৃতে নিষিক্ত ডিম্বাণু স্থাপিত হওয়ার ঘটনা খুবই বিরল৷ ১৯৬৪ থেকে ১৯৯৯-এই সাড়ে তিন দশকে মাত্র ১৪ টি এমন বিরল ঘটনার কথা শোনা গিয়েছে৷

আরও পড়ুন : বিজ্ঞাপনে মহিলাদের দেখানো হল গরু হিসেবে! তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইল অভিযুক্ত সংস্থা

কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল? সেই বিরল কারণও জানিয়েছেন চিকিসক নার্ভে৷ জানিয়েছেন, শুক্রাণু দ্বারা নিষিক্ত ডিম্বাণুটি নির্দিষ্ট পথের বদলে উল্টো পথে যাত্রা করে যকৃতে এসে থিতু হয়েছে!

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Canada, Pregnancy