নয়াদিল্লি : কানাডায় এক মহিলার যকৃতে পাওয়া গেল ভ্রূণ৷ ৩৩ বছর বয়সি ওই মহিলার যকৃতেই স্থাপিত হয়েছিল ভ্রূণটি৷ চিকিৎসক মাইকেল নার্ভের পোস্ট থেকে জানা গিয়েছে এই ঘটনা৷ কানাডার ম্যানিটোবার চিল্ড্রেন্স হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের ওই চিকিৎসক একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ জানিয়েছেন যে মহিলা তাঁর কাছে এসেছিলেন ১৪ দিন ধরে তাঁর ঋতুস্রাব চলছিল৷ পরীক্ষা করে দেখা যায় তিনি এক্টোপিক প্রেগন্যান্সির (ectopic pregnancy) শিকার৷ তাঁর যকৃতে বেড়ে উঠছিল ভ্রূণ (foetus in liver)৷
এক্টোপিক প্রেগন্যান্সি হল সেই ঘটনা যখন নিষিক্ত ডিম্বাণু ইউটেরাইন ক্যাভিটিতে স্থাপিত হয় না৷ বরং নির্দিষ্ট স্থানের বদলে অন্য কোন অঙ্গে সেটি স্থাপিত হয়৷
আরও পড়ুন : তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে থাকে এবং সেখানেই বৃদ্ধি পেতে থাকে৷ অনেক সময় ওভারি বা অ্যাবডোমিনাল ওয়াল বা কার্ভিক্সেও স্থাপিত হয় নিষিক্ত ডিম্বাণু৷ কিন্তু ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশনের তথ্য অনুযায়ী, এক্টোপিক প্রেগন্যান্সিতে যকৃতে নিষিক্ত ডিম্বাণু স্থাপিত হওয়ার ঘটনা খুবই বিরল৷ ১৯৬৪ থেকে ১৯৯৯-এই সাড়ে তিন দশকে মাত্র ১৪ টি এমন বিরল ঘটনার কথা শোনা গিয়েছে৷
আরও পড়ুন : বিজ্ঞাপনে মহিলাদের দেখানো হল গরু হিসেবে! তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইল অভিযুক্ত সংস্থা
কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল? সেই বিরল কারণও জানিয়েছেন চিকিসক নার্ভে৷ জানিয়েছেন, শুক্রাণু দ্বারা নিষিক্ত ডিম্বাণুটি নির্দিষ্ট পথের বদলে উল্টো পথে যাত্রা করে যকৃতে এসে থিতু হয়েছে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।