হোম /খবর /বিদেশ /
তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ

Food Delivered to Space: তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ

জাপানের তরুণ উদ্যোগপতি ধনকুবের ইউসাকু মেজাওয়া গিয়েছিলেন খাবার পৌঁছে দিতে

জাপানের তরুণ উদ্যোগপতি ধনকুবের ইউসাকু মেজাওয়া গিয়েছিলেন খাবার পৌঁছে দিতে

মহাকাশচারীরাও ইদানীং ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করছেন (Food Delivered to Space)

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করে মাঝে মাঝেই রসনাবিলাসে ডুব দেন? আপনি একা নন৷ এমনকী, মহাকাশচারীরাও ইদানীং ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করছেন (Food Delivered to Space)! সংস্থাও আপ্রাণ চেষ্টা করছে তাদের সাধ্যমতো পরিষেবা দেওয়ার৷ কল্পবিজ্ঞানের এই গল্পকে সত্যি বলে প্রমাণ করেছে জাপানের ‘উবার ইটস’৷ প্রথম  বার পৃথিবী থেকে মহাকাশে খাবার পাঠিয়ে ঐতিহাসিক নজির স্থাপন করল এই সংস্থা৷ তাও আবার সাধারণ কোনও ডেলিভারিপার্সন নন৷ জাপানের তরুণ উদ্যোগপতি ধনকুবের ইউসাকু মেজাওয়া গিয়েছিলেন খাবার পৌঁছে দিতে (Japanese billionaire Yusaku Maezawa delivers food for the first time in International Space Station )৷

সংস্থার তরফে একটি ট্যুইট করা হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে মেজাওয়া পৌঁছে গিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে৷ তাঁর পনে সাদা টিশার্ট এবং শর্টস৷ মাথায় সাদা টুপি৷ হাতে খয়েরি প্যাকেটে খাবার৷ ভাসমান অবস্থায় তিনি পৌঁছে গেলেন খাবার নিয়ে৷ তার পর খাবারের প্যাকেটও ভাসমান অবস্থায় চলে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের কম্যান্ডার অ্যান্টন শ্কাপ্লেরভের কাছে৷ পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘উবার ইটস ডেলিভারি সময়ের সঙ্গে পরিবর্তন বজায় রেখেছে৷ একের পর এক জায়গা আমরা খাবার পৌঁছে দিচ্ছি৷’’ একই পোস্টে মেজাওয়াকে ধন্যবাদও জানানো হয়েছে৷ অভিনব এই ফুড ডেলিভারিতে সামাজিক মাধ্যম রোমাঞ্চিত৷ ট্যুইটারেত্তিরা একমত, এই ডেলিভারি বিস্ময়কর!

আরও পড়ুন : বরাতজোড়ে কোটিপতি! বরফের মধ্যে রত্ন ভাণ্ডার খুঁজে পেলেন পর্বতারোহী

আরও পড়ুন : তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !

প্রসঙ্গত মেজাওয়া ১২ দিনের সফরে মহাকাশে৷ ২৪৮ মাইল পাড়ি দিয়ে তিনি খাবার পৌঁছ দিলেন৷ মহাকাশসফর শুরুর ৮ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যেই খাবার ডেলিভারি দিলেন৷

আরও পড়ুন : বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, আমেরিকা-ব্রিটেনে ফের রেকর্ড বৃদ্ধি

কিন্তু কী করে মহাকাশে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হল? জানতে কৌতূহলী অনেকেই৷ সংবাদমাধ্যমে প্রকাশ, খাবার হিসেবে পাঠানো হয়েছে মহাকাশের উপযোগী খাবার৷ যেখানে মূলত ছিল ক্যানবন্দি জাপানি খাবার৷ মহাশূন্যে পাঠানো হয় মিসোতে জারিত ম্যাকারেল মাছ, চিকেন এবং ব্যাম্বু শুটস, পর্ক-সহ নানা পদ৷ সংবাদমাধ্যমে প্রকাশ মেজওয়া বলেছেন, ‘‘আমি সবে কিছু সুস্বাদু খাবার ডেলিভারি করলাম৷ মহাকাশে প্রথম বার খাবার পৌঁছনোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ৷’’

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: International space station