Controversial Advertisement: বিজ্ঞাপনে মহিলাদের দেখানো হল গরু হিসেবে! তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইল অভিযুক্ত সংস্থা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ক্ষমা চাইতে বাধ্য হল দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় ডেয়ারি ফার্ম ‘সিওল মিল্ক’ (Seoul Milk)
নয়াদিল্লি : মহিলাদের দেখানো হল গরু হিসেবে! এর পরই তীব্র প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় ডেয়ারি ফার্ম ‘সিওল মিল্ক’ (Seoul Milk)৷
কী দেখানো হয়েছিল সংস্থার বিজ্ঞাপনে? দেখানো হয়েছিল এক তরুণ জঙ্গুলে পথে ঘুরছেন ছবির সন্ধানে৷ তিনি গোপনে এক দল তরুণীর ছবি ক্যামেরাবন্দি করেন৷ ধবধবে সাদা পোশাক পরে তাঁরা ঝরনা থেকে জল খাচ্ছেন এবং যোগাভ্যাস করছেন৷ আচমকাই ওই আলোকচিত্রী একটি গাছের ডালে পা দিয়ে ফেলেন৷ সেই শব্দে চমকে ওঠেন এক তরুণী৷ আশ্চর্যজনকভাবে ওই তরুণী গরুতে রূপান্তরিত হয়ে যান! এর পর দেখা যায় উন্মক্ত সবুজ প্রান্তরে সব তরুণীর জায়গায় দাঁড়িয়ে আছে একটি করে সাদাকালো গরু (women depicted as cows)!
advertisement
আরও পড়ুন : তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ
নারীদের পক্ষে অবমাননাকর বলে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বহু কণ্ঠ৷ অনেকেই বলেছেন ওই আলোকচিত্রী গোপনে যে ছবি তুলছেন বলে দেখানো হয়েছে, তাতেও কার্যত গোপনীয়তা ও অধিকার ভঙ্গের মতো গর্হিত কাজই প্রদর্শিত হয়েছে৷ এই দুই কারণেই নিন্দিত হয় বিজ্ঞাপনটি৷ পরে দুঃখপ্রকাশ করে ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়৷ কিন্তু তত ক্ষণে এটি ভাইরাল হয়ে পড়েছে৷
advertisement
advertisement
সিওল মিল্ক যে সংস্থার অধীনস্থ, সেই সিওল ডেয়ারি কোঅপারেটিভের তরফে অনলাইনে দুঃখপ্রকাশ করে বলা হয়, ‘‘যাঁরা এই বিজ্ঞাপন দেখে অস্বস্তিতে পড়েছেন, তাঁদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি৷’’ গত ২৯ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশিত হয়৷ সংস্থার তরফে আরও বলা হয়, ‘‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি৷ এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না হয়, তার জন্য বিশেষ খেয়াল রাখব৷ আমরা মাথা নিচু করে ক্ষমা চাইছি৷’’
advertisement
আরও পড়ুন : বরাতজোড়ে কোটিপতি! বরফের মধ্যে রত্ন ভাণ্ডার খুঁজে পেলেন পর্বতারোহী
তবে এই সংস্থার বিজ্ঞাপন ঘিরে নেতিবাচক মন্তব্য এই প্রথম নয়৷ সংবাদমাধ্যমে প্রকাশ, এর আগে ২০০৩ সালে তারা সংস্থাটি বাজারে এনেছিল টকদই৷ পণ্যের প্রচারে একটি ইভেন্টে দেখানো হয়েছিল নগ্ন মডেলরা একে অন্যের গায়ে টকদই ছিটিয়ে দিচ্ছেন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2021 4:58 PM IST