Protest against Covid 19: কোভিড ১৯-র নিয়ম লাগু করা নিয়ে বিদ্রোহে উত্তাল কানাডা, গুপ্ত স্থানে লুকোলেন প্রধানমন্ত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কানাডায় কোভিড ১৯ গাইডলাইন (Covid 19 Guideline) কড়াকড়ি করায় শুরু হয়েছে জোর বিরোধিত৷ বিরোধ এতটাই বড় হয়ে উঠেছে যে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এবং তাঁর পরিবারকে গুপ্ত স্থানে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে৷
#অটওয়া: করোনা ভাইরাসের (Covid 19) সংক্রমণের ওপর নিয়ন্ত্রণ আনতে কানাডায় কোভিড ১৯ গাইডলাইন (Covid 19 Guideline) কড়াকড়ি করায় শুরু হয়েছে জোর বিরোধিত৷ বিরোধ এতটাই বড় হয়ে উঠেছে যে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এবং তাঁর পরিবারকে গুপ্ত স্থানে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে৷ প্রদর্শনকারীর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বাড়ি ঘেরাত করে৷ হাজার হাজার ট্রাক ড্রাইভার এবং অন্য বিরোধকারীরা অটওয়াতে একত্রিত হয়ে বিরোধ প্রদর্শন করছে৷ ট্রাক ড্রাইভাররা করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করায় এবং লকডাউন ফের লাগু করায় বিরোধিতায় নেমেছে৷ তারা ৭০ কিলোমিটার লম্বা নিজেদের বিরোধ আন্দোলনের লাইনকে ফ্রিডম কনওয়ে নাম দিয়েছে৷
আসলে কানাডার (Canada) রাজধানী অটওয়া-তে শনিবার হাজার হাজার লোকের টিকাকরণ মাস্ট করে দেওয়ায় সকলে কোভিড ১৯ -র বিরুদ্ধে বিরোধিতায় পথে নেমেছেন৷ এই বিরোধিতায় প্রদর্শনকারীরা একে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করেছেন৷ তাঁরা কানাডার পতাকার সঙ্গে নাৎজি প্রতীকের ব্যবহার করেছেন৷ বেশ কিছু বিরোধকারীরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সমালোচনা করে তাঁর তীব্র সমালোচনা করেছেন৷
advertisement
advertisement
করোনাভাইরাস (Covid 19) টিকাকরণ বাধ্যতামূলক করায় বিরোধিতা (Protest against covid 19)
মন্ট্রিয়াল থেকে ডেভিড স্যান্টোস বলেছেন টিকাকরণ বাধ্যতামূলক করা স্বাস্থ্য সংক্রান্ত নয়, বরং এটা সরকার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করার একটা প্রয়াস৷ বিরোধ প্রদর্শনকারীরা আয়োজকরা সসমস্ত কোভিড ১৯ (Covid 19) গাইডলাইন অ্যাপ্লাই করা এবং টিকাকরণ অনিবার্য করার সিদ্ধান্ত সরকারকে ফিরিয়ে নিতে হবে৷ এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) ইস্তফার দাবিতেও সরব হয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছিলেন ট্রাক ড্রাইভাররা বিজ্ঞানবিরোধী৷ তাঁরা নিজেরাই নন, পুরো দেশের জন্য ক্ষতিকর৷ বলা হচ্ছে ওটাওয়া প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে ৫০ হাজার ট্রাক ড্রাইভাররা ২০ হাজার ট্রাক নিয়ে তার বাড়ি ঘিরে ধরেছেন৷
advertisement
আরও পড়ুন - Cancer Symptoms in Women: পিরিয়ডসে বদল থেকে স্তনের আকারে পরিবর্তন, এসবই হতে পারে ক্যান্সারের লক্ষণ
১০ হাজার প্রদর্শনকারী এখন রাজধানীতে
কোভিড ১৯ বিরুদ্ধে প্রদর্শনকারীদের মধ্যে ১০ হাজার লোক অটওয়াতে ঢুকে পড়েছেন৷ ফলে সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে৷ তবে কতজন প্রদর্শনকারী সঠিক সংখ্যা নিরাপত্তা আধিকারিকরা জানেন না৷
advertisement
যুদ্ধ স্মারকের ওপর অভদ্র প্রদর্শন
প্রদর্শনকারীদের মধ্যে শিশু ও মহিলারা সামিল হয়েছে৷ রিপোর্ট অনুযায়ি কিছু মানুষ আক্রমণাত্মক হয়ে উঠেছেন এবং অশ্লীল বয়ান দিচ্ছে৷ সবাইয়ের সরাসরি আক্রমণ করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 11:59 AM IST