Social Media Influencer: সোশ্যাল মিডিয়ায় ২ লক্ষের বেশি ফলোয়ার! বহুতল অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু তরুণী ফিটনেস ইনফ্লুয়েন্সারের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Social Media Influencer: এর পরের দিনই তাঁর বহুতলের নীচে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ইনফ্লুয়েন্সার ডায়ানার৷
রিও ডি জেনিরো : ব্রাজিলিয়ান বডি বিল্ডার এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার ডায়ানা এরিয়াস, যাঁর ইনস্টাগ্রামে ২০০,০০০ এরও বেশি ফলোয়ার ছিল, এই সপ্তাহে রিও ডি জেনিরোতে তাঁর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে পড়ে প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। নিউ ইয়র্ক পোস্ট অ্যান্ড পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ইউনিক টাওয়ার্স কনডোমিনিয়ামের বাইরে ৩৯ বছর বয়সি এই যুবতীকে নিথর অবস্থায় পাওয়া যায়।
ঘটনার একদিন আগেই, তাঁর বাসভবন থেকে জরুরি কল পেয়ে পৌঁছয় পুলিশ। তাঁর ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই তিনি সেখান থেকে চলে যান বলে জানা গিয়েছে। এর পরের দিনই তাঁর বহুতলের নীচে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ইনফ্লুয়েন্সার ডায়ানার৷
advertisement
এরিয়াসের অনেক ভক্ত তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। একজন ব্যবহারকারী ভাষায় লিখেছেন, “শান্তি পাও, আমার বন্ধু। তোমার আত্মা পরমপিতার কাছে শান্তি পাক। দুঃখিত, আমরা তোমাকে সাহায্য করতে পারিনি।” আর একজন মন্তব্য করেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না তুমি চলে গিয়েছো। শান্তিতে ঘুমাও, সুন্দরী,” অন্যদিকে তৃতীয়জন কেবল অবিশ্বাস প্রকাশ করে বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না।”
advertisement
advertisement
আর একজন লিখেছেন, “আজ আমাদের পেশা একজন মহান পুষ্টিবিদকে হারালো। একজন মহিলা যিনি তার যত্ন, জ্ঞান এবং স্নেহের মাধ্যমে অনেকের জীবনে ছাপ রেখে গিয়েছেন। ঈশ্বর তাঁর পরিবার এবং তাঁর ঘনিষ্ঠদের সান্ত্বনা দিন। আপনার নিষ্ঠা তাঁদের অনুপ্রাণিত করে চলবে যাঁরা একই লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে।”
আরও পড়ুন : ডায়াবেটিসের যম! অ্যাসিডিটি, গ্যাসের ব্রহ্মাস্ত্র! বাসি রুটি হতে পারে অসুস্থতার ‘ওষুধ’! যদি খাওয়া যায় যথা সময়ে, সঠিক উপায়ে!
ব্রাজিলের ফিটনেস কমিউনিটিতে এরিয়াস তাঁর বিশাল অনলাইন দর্শকদের সঙ্গে ওয়ার্কআউট রুটিন, লাইফস্টাইল টিপস এবং বডি বিল্ডিংয়ের অগ্রগতি শেয়ার করে নেওয়ার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, অনেকেই তার পরিবারের প্রতি শোক এবং সহানুভূতি প্রকাশ করেছেন। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত জারি রেখেছেন গোয়েন্দারা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2025 9:36 PM IST







