নিজামুদ্দিনেও শিক্ষা হল না, লকডাউন ভেঙে মওলানার শেষকৃত্যে সামিল কয়েক হাজার মানুষ

Last Updated:

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে। ১৬ই এপ্রিল পুরো দেশ সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

#ব্রাহ্মণবাড়িয়া: ভারতের কাল হয়ে দাঁড়িয়েছে মার্চের প্রথম সপ্তাহে নিজামুদ্দিনে অনুষ্ঠিত বিশাল ধর্মীয় সমাবেশ । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR জানিয়েছে, সারা দেশে করোনা ভাইরাসের ১৬,৩৬৫ টি কেস পজিটিভ হয়েছে এখনও অবধি ৷ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনা অতিমারিতে আক্রান্তদের মধ্যে ৪,২৯১ জন তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত ৷ তিনি জানিয়েছেন গত মাসে দিল্লিতে যে ধর্মীয় সমাবেশ হয়েছিল, ‘এই কেগুলি ২৩ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে যার জেরে বিভিন্ন রাজ্যে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেমন তামিলনাড়ুর ৮৪ %, দিল্লির ৬৩ %, অসমের ৯১%, উত্তরপ্রদেশেরর ৬১ %, আন্দামান ও নিকোবরের ৮৩% কেসের বৃদ্ধি শুধু এই যোগেই ৷’
প্রতিবেশী দেশ ভারতের এমন অবস্থা দেখেও শিক্ষা নিল না বাংলাদেশ । সেখানে লকডাউন উপেক্ষা করেই বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির ইসলামি আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার, ১৮ এপ্রিল সকালে তাঁর প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। তাতেই যোগ দেন হাজার হাজার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় গণজমায়েতের ঘটনার পর আশেপাশের আটটা গ্রাম লকডাউন করা হয়েছে। ওই ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ধরণের জমায়েত ঠিক হয়নি। এতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছি। এই জমায়েত ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে।
advertisement
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে। ১৬ই এপ্রিল পুরো দেশ সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সকল প্রকার জনসমাবেশ, অপ্রয়োজনীয় ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিজামুদ্দিনেও শিক্ষা হল না, লকডাউন ভেঙে মওলানার শেষকৃত্যে সামিল কয়েক হাজার মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement