Boris Johnson to Become a Father: অন্তঃসত্ত্বা তৃতীয় স্ত্রী, ৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Last Updated:

Boris Johnson to Become a Father: ফের পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন বরিস জনসন৷ ৫৮ বছর বয়সে অষ্টম বারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

লন্ডন : ফের পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন বরিস জনসন৷ ৫৮ বছর বয়সে অষ্টম বারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তাঁর স্ত্রী ক্যারি জনসন সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা৷ জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁর এবং বরিসের তৃতীয় সন্তান৷ ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে তাঁর দুই সন্তানের হাত ধরে আছেন ক্যারি৷ ক্যাপশনে লিখেছেন ‘‘কয়েক সপ্তাহের মধ্যে দলের নতুন সন্তান আসতে চলেছে৷ গত ৮ মাস ধরে ক্লান্ত লাগছে৷ আবার অনাগত অতিথির সঙ্গে আলাপের জন্য তরও সইছে না৷’’ তাঁদের ছেলে উইল্ফ এবং কন্যা রোমি দুজনেই তাদের খেলার সঙ্গীকে পেতে অপেক্ষা করে আছে৷ জানিয়েছেন ক্যারি৷
৩৫ বছর বয়সি ক্যারি মিডিয়া কনসালন্ট্যান্ট৷ কনজারভেটিভ পার্টির জন্য মিডিয়া অফিশিয়াল হয়েও কাজ করেছেন৷ ওশিয়ান কনজারভেশন চ্যারিটি-র উপদেষ্টাও তিনি৷ তিনি বরিস জনসনের তৃতীয় পক্ষের স্ত্রী৷ ২০২১ সালে বিয়ে করেছেন তাঁরা৷ ছেলে উইল্ফের জন্ম তার আগের বছর ২০২০ সালে৷ মেয়ে রোমি হয়েছে ২০২১-এ৷ এই প্রথম ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement
প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন এবং বরিসের কোনও সন্তান নেই৷ দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার এবং বরিসের মোট চার সন্তান৷ এছাড়াও প্রেমিকা আর্ট কনসালন্ট্যান্ট হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গেও বরিসের একটি সন্তান আছে৷ তবে এখনও বরিস তাঁর সন্তানের সংখ্যা কত, তা সরকারিভাবে স্বীকার করেননি৷
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সম্প্রতি বরিস জনসন অক্সফোর্ডশায়ারে ৩.৮ মিলিয়ন পাউন্ড দিয়ে প্রাসাদোপম বাড়ি কিনেছেন৷
advertisement
৫৮ বছর বয়সি এই রাজনীতিক এর আগে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন শত ব্যস্ততাতেও তিনি পিতৃত্ব উপভোগ করেন৷ এবং শিশুদের দেখভাল করতেও জানেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Boris Johnson to Become a Father: অন্তঃসত্ত্বা তৃতীয় স্ত্রী, ৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement