Obama on James Webb Space Telescope : ‘দাদুর কাঁধে বসে মহাকাশচারীদের অবতরণ দেখা’, সৃষ্টির প্রথম আলোতে স্মৃতিমেদুর বারাক ওবামা

Last Updated:

Obama on James Webb Space Telescope : একজন মার্কিন নাগরিক হিসেবে তাঁর কাছে মহাকাশ অভিযান সব সময়েই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ ৷

একজন মার্কিন নাগরিক হিসেবে তাঁর কাছে মহাকাশ অভিযান সব সময়েই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ
একজন মার্কিন নাগরিক হিসেবে তাঁর কাছে মহাকাশ অভিযান সব সময়েই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ
সৃষ্টিরহস্যের আদিপর্বের ‘প্রথম আলো’ স্মৃতিমেদুর করে তুলেছে বারাক ওবামাকে ৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ফিরে গিয়েছেন শৈশবে ৷ যখন তিনি তাঁর দাদুর কাঁধে বসে দেখেছিলেন মহাকাশচারীদের অবতরণ ৷ ফেসবুকে নস্টালজিক এক পোস্টও শেয়ার করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘আমার ছোটবেলার পুরনো স্মৃতিগুলির মধ্যে অন্যতম হল হাতে জাতীয় পতাকা ধরে দাদুর কাঁধে বসে হাওয়াই দ্বীপপুঞ্জে অবতরণরত মহাকাশচারীদের দেখা৷’’ একজন মার্কিন নাগরিক হিসেবে তাঁর কাছে মহাকাশ অভিযান সব সময়েই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ ৷ তিনি মনে করেন এই অভিযান আসলে নতুন উচ্চতায় পৌঁছনো, অতীতে যা অসম্ভব বলে মনে হত, তাকে ছাপিয়ে যাওয়া ৷
নাসা-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো মহাজাগতিক বেশ কিছু ছবিও শেয়ার করেছেন বারাক ওবামা ৷ প্রসঙ্গত অত্যাধুনিক ও শক্তিশালী এই টেলিস্কোপে ধরা পড়েছে নক্ষত্রপুঞ্জের নির্মাণপর্বের সমাহার ৷ তার পাঠানো এই ছবিগুলিকে বলা হচ্ছে এখনও অবধি ব্রহ্মাণ্ডের প্রাচীনতম প্রামাণ্য ছবি ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন এই ছবি এসেছে ১৩০০ কোটি বছর আগে থেকে৷ মনে করা হয় ১৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাং-এর ফলে এই অসীম ব্রহ্মাণ্ডের সৃষ্টি ৷ অর্থাৎ তার ৭০ কোটি বছর পরের এই ছবি ৷ কোনও মানমন্দির এত প্রাচীন ছবি এর আগে অবধি ধরতে পারেনি ৷ ব্রহ্মাণ্ড সৃষ্টিরহস্যে আলোড়ন ফেলে দেওয়া এই ছবির পোশাকি নাম ‘এসএমএসিএস০৭২৩’৷ পৃথিবীর দক্ষিণ গোলার্ধের আকাশের একফালি ছবিতেই ধরা পড়েছে এই মহাজাগতিক সমাহার ৷
advertisement
advertisement
গত বছর বড়দিনের সকালে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ৷ বর্তমানে পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার ৷ দীর্ঘমেয়াদি এই পরিকল্পনায় ব্যয় হয়েছে এক হাজার কোটি ডলার ৷ বিগত শতকের নয়ের দশক থেকেই এই টেলিস্কোপ পাঠানোর পরিকল্পনা চলেছে৷ অতঃপর এর পাঠানো অদৃষ্টপূর্ব ছবি আলোড়ন ফেলেছে বিশ্ব জুড়ে ৷
advertisement
আরও পড়ুন : আজই পদত্যাগ করার কথা, তার আগেই মলদ্বীপে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপক্ষ!
সেই রোমাঞ্চের শরিক হয়ে ওবামা লিখেছেন ‘‘নাসা-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের যে আঙ্গিক তুলে ধরেছে তা আমরা এর আগে কোনওদিন দেখিনি ৷ এই ছবি নতুন প্রজন্মকে মহাকাশের প্রতি আরও আকৃষ্ট করে তুলবে৷’’ প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানিয়ে ওবামার আশা, এরকম আরও অনেক রোমাঞ্চকর আবিষ্কার অপেক্ষা করে আছে ভবিষ্যতের গর্ভে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Obama on James Webb Space Telescope : ‘দাদুর কাঁধে বসে মহাকাশচারীদের অবতরণ দেখা’, সৃষ্টির প্রথম আলোতে স্মৃতিমেদুর বারাক ওবামা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement