সৃষ্টিরহস্যের আদিপর্বের ‘প্রথম আলো’ স্মৃতিমেদুর করে তুলেছে বারাক ওবামাকে ৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ফিরে গিয়েছেন শৈশবে ৷ যখন তিনি তাঁর দাদুর কাঁধে বসে দেখেছিলেন মহাকাশচারীদের অবতরণ ৷ ফেসবুকে নস্টালজিক এক পোস্টও শেয়ার করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘আমার ছোটবেলার পুরনো স্মৃতিগুলির মধ্যে অন্যতম হল হাতে জাতীয় পতাকা ধরে দাদুর কাঁধে বসে হাওয়াই দ্বীপপুঞ্জে অবতরণরত মহাকাশচারীদের দেখা৷’’ একজন মার্কিন নাগরিক হিসেবে তাঁর কাছে মহাকাশ অভিযান সব সময়েই জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ ৷ তিনি মনে করেন এই অভিযান আসলে নতুন উচ্চতায় পৌঁছনো, অতীতে যা অসম্ভব বলে মনে হত, তাকে ছাপিয়ে যাওয়া ৷
নাসা-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো মহাজাগতিক বেশ কিছু ছবিও শেয়ার করেছেন বারাক ওবামা ৷ প্রসঙ্গত অত্যাধুনিক ও শক্তিশালী এই টেলিস্কোপে ধরা পড়েছে নক্ষত্রপুঞ্জের নির্মাণপর্বের সমাহার ৷ তার পাঠানো এই ছবিগুলিকে বলা হচ্ছে এখনও অবধি ব্রহ্মাণ্ডের প্রাচীনতম প্রামাণ্য ছবি ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন এই ছবি এসেছে ১৩০০ কোটি বছর আগে থেকে৷ মনে করা হয় ১৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাং-এর ফলে এই অসীম ব্রহ্মাণ্ডের সৃষ্টি ৷ অর্থাৎ তার ৭০ কোটি বছর পরের এই ছবি ৷ কোনও মানমন্দির এত প্রাচীন ছবি এর আগে অবধি ধরতে পারেনি ৷ ব্রহ্মাণ্ড সৃষ্টিরহস্যে আলোড়ন ফেলে দেওয়া এই ছবির পোশাকি নাম ‘এসএমএসিএস০৭২৩’৷ পৃথিবীর দক্ষিণ গোলার্ধের আকাশের একফালি ছবিতেই ধরা পড়েছে এই মহাজাগতিক সমাহার ৷
আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, সঙ্গে তাস-ক্যারম
গত বছর বড়দিনের সকালে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ৷ বর্তমানে পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার ৷ দীর্ঘমেয়াদি এই পরিকল্পনায় ব্যয় হয়েছে এক হাজার কোটি ডলার ৷ বিগত শতকের নয়ের দশক থেকেই এই টেলিস্কোপ পাঠানোর পরিকল্পনা চলেছে৷ অতঃপর এর পাঠানো অদৃষ্টপূর্ব ছবি আলোড়ন ফেলেছে বিশ্ব জুড়ে ৷
আরও পড়ুন : আজই পদত্যাগ করার কথা, তার আগেই মলদ্বীপে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপক্ষ!
সেই রোমাঞ্চের শরিক হয়ে ওবামা লিখেছেন ‘‘নাসা-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের যে আঙ্গিক তুলে ধরেছে তা আমরা এর আগে কোনওদিন দেখিনি ৷ এই ছবি নতুন প্রজন্মকে মহাকাশের প্রতি আরও আকৃষ্ট করে তুলবে৷’’ প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানিয়ে ওবামার আশা, এরকম আরও অনেক রোমাঞ্চকর আবিষ্কার অপেক্ষা করে আছে ভবিষ্যতের গর্ভে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barack Obama, NASA