নেপাল বিমান দুর্ঘটনায় এখনও মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন ৯ জন বাংলাদেশি

Last Updated:

কেউ হানিমুনে যাচ্ছিলেন ৷ আবার কেউ যাচ্ছিলেন কাজের সন্ধানে ৷ কিন্তু সুন্দর একটা ঝকঝকে ভবিষ্যত গড়ার স্বপ্ন যেন এক ঝটকায় শেষ ৷ নেপালের কাঠমাণ্ডুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন ৷ তবে, ওই বিমানটি থেকে ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷

#ঢাকা: কেউ হানিমুনে যাচ্ছিলেন ৷ আবার কেউ যাচ্ছিলেন কাজের সন্ধানে ৷ কিন্তু সুন্দর একটা ঝকঝকে ভবিষ্যত গড়ার স্বপ্ন যেন এক ঝটকায় শেষ ৷ নেপালের কাঠমাণ্ডুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন ৷ তবে, ওই বিমানটি থেকে ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ যাদের মধ্য নয়জনই বাংলাদেশি৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে৷
বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয় ৷ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, , ওই বিমানটিতে মোট ৬৭জন যাত্রী ছিলেন ৷ এদের মধ্যে ৪৩জন যাত্রীই ছিলেন বাংলাদেশি ৷ আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তবে, এখনও অবধি সকলের পরিচয় জানা যায়নি ৷ তবে, এদের মধ্যে ন’জন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
এমরানা কবির হাশি৷ বিমানে চেপে বাংলাদেশ থেকে নেপাল আসছিলেন ৷ রাজস্থান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক তিনি ৷ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্যই আসছিলেন বাংলাদেশ থেকে ৷ কিন্তু বিমান দুর্ঘটনার জেরে আপাতত তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ৷ একটি নামজাদা ট্রাভেল এজেন্সির কর্মী নেপালি বসন্ত ৷ তাঁর অবস্থাও এমরানার মতই ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি ৷
advertisement
advertisement
বিমানসংস্থার তরফ থেকে আহতদের একটি তালিকা পেশ করা হয়েছে ৷ এদের মধ্যে রয়েছেন, এমরানা কবির হাশি, মেহেদি হাসান, রিজানা আব্দুল, সায়াদা কারুন্নাহার স্বর্ণ, শাহরীন আহমেদ, মহম্মদ শাহিন বেপারি, মহম্মদ রেজাউনুল হক, প্রিন্সি ধামি, সামিরা ব্যাজাঙ্কার, কিশোর ত্রিপাঠি, হরি প্রসাদ সুবেদি, দয়ারাম তাম্রাকর, কেশব পাণ্ডে, আশীষ রঞ্জিত, বিনোদ রাজ পাদুয়াল, সানাম শাক্য, দীনেশ হামাগেইন এবং বসন্ত বোহরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
নেপাল বিমান দুর্ঘটনায় এখনও মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন ৯ জন বাংলাদেশি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement