বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত, সাক্ষরিত ২২ টি চুক্তি
Last Updated:
প্রতিবেশী দেশের উদ্দেশ্যে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ভারতের ৷
#নয়াদিল্লি: প্রতিবেশী দেশের উদ্দেশ্যে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ভারতের ৷ শনিবার হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হল বিদ্যুৎ, সন্ত্রাস মোকাবিলা, সাইবার নিরপত্তা-সহ একাধিক ক্ষেত্রে মোট ২২টি চুক্তি ও ৪টি মউ ৷
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পরিকাঠামোমূলক নির্মাণের জন্য ঢাকাকে ৪.৫ বিলিয়ন ডলার ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত ৷
উল্লেখ্য, গত কয়েকবছরে বাংলাদেশকে আট বিলিয়নের বেশি মার্কিন ডলার ঋণ হিসেবে দিয়েছে ভারত ৷
advertisement
এদিন বৈঠকে সাক্ষর হওয়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলি হল, সাইবার নিরাপত্তা, পরমানু বিদ্যুৎ চুক্তি, প্রতিরক্ষা, বর্ডার হাট, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, ঋণ সহযোগিতা নিয়ে চুক্তি ৷ এছাড়া সন্ত্রাস দমনে সহমত দুই দেশ ৷ সদ্য চালু হওয়া পশ্চিমবঙ্গ-খুলনা যৌথ বাস-ট্রেন পরিষেবাতে বাংলাদেশে লগ্নী করবে ভারতীয় সংস্থা ৷
advertisement
প্রধানমন্ত্রী মোদির আশ্বাস, দ্রুত তিস্তা জলবন্টন সমস্যার সমাধান করা হবে এবং তা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই। উভয় দেশের মধ্যে যাতায়াত আরও সহজতর করার জন্য চালু হল কলকাতা-খুলনা বাস এবং ট্রেন পরিষেবাও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2017 3:40 PM IST