বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত, সাক্ষরিত ২২ টি চুক্তি

Last Updated:

প্রতিবেশী দেশের উদ্দেশ্যে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ভারতের ৷

#নয়াদিল্লি: প্রতিবেশী দেশের উদ্দেশ্যে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ভারতের ৷ শনিবার হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হল বিদ্যুৎ, সন্ত্রাস মোকাবিলা, সাইবার নিরপত্তা-সহ একাধিক ক্ষেত্রে মোট ২২টি চুক্তি ও ৪টি মউ ৷
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পরিকাঠামোমূলক নির্মাণের জন্য ঢাকাকে ৪.৫ বিলিয়ন ডলার ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত ৷
উল্লেখ্য, গত কয়েকবছরে বাংলাদেশকে আট বিলিয়নের বেশি মার্কিন ডলার ঋণ হিসেবে দিয়েছে ভারত ৷
advertisement
এদিন বৈঠকে সাক্ষর হওয়া গুরুত্বপূর্ণ চুক্তিগুলি হল, সাইবার নিরাপত্তা, পরমানু বিদ্যুৎ চুক্তি, প্রতিরক্ষা, বর্ডার হাট, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, ঋণ সহযোগিতা নিয়ে চুক্তি ৷ এছাড়া সন্ত্রাস দমনে সহমত দুই দেশ ৷ সদ্য চালু হওয়া পশ্চিমবঙ্গ-খুলনা যৌথ বাস-ট্রেন পরিষেবাতে বাংলাদেশে লগ্নী করবে ভারতীয় সংস্থা ৷
advertisement
প্রধানমন্ত্রী মোদির আশ্বাস, দ্রুত তিস্তা জলবন্টন সমস‍্যার সমাধান করা হবে এবং তা হবে পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে আলোচনা করেই। উভয় দেশের মধ‍্যে যাতায়াত আরও সহজতর করার জন‍্য চালু হল কলকাতা-খুলনা বাস এবং ট্রেন পরিষেবাও।
view comments
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত, সাক্ষরিত ২২ টি চুক্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement