ঝড়ের তীব্রতা ভয়ানক!‌ উপকূল থেকে ২০ লক্ষ লোককে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ

Last Updated:

সোমবার বাংলাদেশের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল প্রায় ২০ লক্ষ লোককে

#‌ঢাকা:‌ সোমবার বাংলাদেশের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল প্রায় ২০ লক্ষ লোককে। কারণ, ধেয়ে আসছে আমফান। ঝড়ের তীব্রতা অত্যাধিক। বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই কারণেই মানুষের মৃত্যু আটকাতে আগে থেকে একটা বড় সংখ্যায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেল বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ভয়ানক এক ঝড় আসছে।’‌
বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান শাহ কমল জানিয়েছেন, উপকূলবর্তী ১৯ জেলার জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে। সেই কারণে যাঁদের ঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে, তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ১৮ থেকে ২০ লক্ষ মানুষকে ১৩ হাজারের বেশি ঘূর্ণিঝড় কেন্দ্রে সরিয়ে নিয়ে গিয়েছে সরকার। আমফান যত এগিয়ে আসছে ততই এই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
advertisement
সুপার টাইফুন বা আটলান্টিক হ্যারিকেনের ক্যাটাগরি ৪–এ পৌঁছে গিয়েছে আমফান। বাংলাদেশের প্রশাসনও ভয়াবহতার বিচারে ৭ নম্বর সতর্কতা জারি করেছে। কক্সবাজার ও চট্টগ্রামের বন্দর এলাকায়ও মানুষের মনে আতঙ্ক রয়েছে। যদিও বা ভারতের স্থলভাগে এই ঝড় আছড়ে পড়ে, দ্রুত এটি পৌঁছে যাবে বাংলাদেশ। এর আগে একাধিক ঝড়ে সে দেশের বিপুল ক্ষতি হয়েছে। এবার কী হবে?‌ চিন্তায় প্রশাসন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঝড়ের তীব্রতা ভয়ানক!‌ উপকূল থেকে ২০ লক্ষ লোককে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement