Bangladesh News: অবস্থা ভাল নয় খালেদা জিয়ার! অত্যন্ত সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে...বাংলাদেশ জুড়ে প্রার্থনার আয়োজন বিএনপির

Last Updated:

খালেদা জিয়া গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন ফখরুল৷ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে ধর্মীয় প্রার্থনা সারার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’’

News18
News18
ঢাকা: জুলাই বিপ্লবের জেরে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে৷ ক’দিন আগেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে৷ এমন পরিস্থিতির মাঝেই একদা হাসিনার মূল প্রতিদ্বন্দ্বী তথা বাংলাদেশ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বিএনপির চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এল খারাপ খবর৷ খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানালেন তাঁর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির৷
খালেদা জিয়া গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন ফখরুল৷ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে ধর্মীয় প্রার্থনা সারার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’’
advertisement
advertisement
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বাংলাদেশের একাধিক মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।
প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
advertisement
চলতি বছরেরই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া৷ ১১৭দিন লন্ডনে থাকার পরে গত ৬ মে দেশে ফেরেন তিনি৷ এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: অবস্থা ভাল নয় খালেদা জিয়ার! অত্যন্ত সঙ্কটজনক, ভর্তি হাসপাতালে...বাংলাদেশ জুড়ে প্রার্থনার আয়োজন বিএনপির
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement