Bangladesh: হয়ে গেল ঘোষণা, ইউনূস জমানায় বাংলাদেশে 'জাতীয় কবি' কাকে করা হল? নামটা শুনে চমকে উঠবেন নিশ্চিত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশে বিভিন্ন সময়ে তাঁকে জাতীয় কবি হিসাবে সম্মোধন করা হয়েছে। অতীতে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের ভাষণেও তা উঠে এসেছে। তবে এতদিনে নাম স্বীকৃতি পেল।
বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজি নজরুল ইসলামকে স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার।

advertisement
বাংলাদেশের জাতীয় কবি হিসেবে নজরুলের নাম বিবেচনা করা হলেও, এতদিন সেটি স্বীকৃত ছিল না।
advertisement

বৃহস্পতিবার কাজি নজরুলকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

advertisement
গত ডিসেম্বরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এ বিষয়ে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ বার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল ইউনূস প্রশাসন।

advertisement
বাংলাদেশে বিভিন্ন সময়ে তাঁকে জাতীয় কবি হিসাবে সম্মোধন করা হয়েছে। অতীতে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের ভাষণেও তা উঠে এসেছে। এ বার সেটিকে সরকারি সিলমোহর দেওয়া হল।

advertisement
জীবনের শেষ অধ্যায় বাংলাদেশে কাটিয়েছেন কাজি নজরুল। ১৯৭২ সালের মে মাসে কলকাতা থেকে তিনি বাংলাদেশে যান। ১৯৭৬ সালে ঢাকায় প্রয়াত হন তিনি।

advertisement
কাজি নজরুলকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। তবে বিবিধ কারণে সে বিষয়টি এতদিন হয়ে ওঠেনি। অবশেষে কাজি নজরুলকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হল বাংলাদেশে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2025 3:09 PM IST