#ঢাকা: হ্যাঁ, এবারের পুজোটা সত্যিই একেবারেই অন্যরকম৷ আকাশে-বাতাসে পুজোর হাওয়া চললেও, কাশবনে কাশফুলে দোল লাগলেও, মনের মধ্যে করোনা আতঙ্ক যেন এক পাশে সরিয়ে রেখেছে পুজো মুডকে ৷ তাই তো এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই পুজো মুডের সঙ্গে মিশে গিয়েছে করোনার আতঙ্ক !
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার বিধি নিষেধ মেনেই গোটা বাংলাদেশ রীতিমতো তৈরি দুর্গাপুজোর জন্য ৷ পাড়ায়, পাড়ায় পুজো প্যান্ডেলও তৈরি শুরু ৷ প্রতিমার গায়েও ফাইনাল রঙের পোচ ৷ সব মিলিয়ে বেশ ব্যস্ত পুজোর সঙ্গে যুক্ত মানুষেরা ৷
খবর অনুযায়ী, গত বছর ঢাকা শহরে মোট পুজো হয়েছিল ২৩৭ টির মতো ৷ তবে এবারের সংখ্যা অল্প হ্রাস পেয়েছে ৷ অন্যদিকে, চট্টগ্রামে নাকি এবার সবচেয়ে বেশি পুজো হচ্ছে ৷ দিনাজপুর ১২৪৫, গোপালগঞ্জ ১২০৫, টাঙ্গাইল ১১৬০, মৌলভীবাজার ১০৮্৫টি, খুলনা ১০০৮টি, ফরিদপুর ৭৪৫। সারা দেশ থেকেই তালিকা আসছে। আগামী কয়েক দিনের মধ্যে সারা দেশের সর্বমোট তালিকা প্রকাশ করা সম্ভব হবে।