ইতিহাসের সবচেয়ে খতরনাক নর সংহার, ৯ মাসে ৯০ লক্ষ বাংলাদেশির হত্যা, বাঁচিয়েছিল ভারত, এখন ইউএনের কাছে দাবি

Last Updated:

১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে ঢাকায় শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’।

২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক
কলকাতা: ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্র সংঘের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ। শনিবার দেশটির ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানান। বাংলাদেশ ২০১৭ সাল থেকে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে। ইলিয়াস বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যা ঘটেছিল তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্র সংঘ বা ইউএনের কাছে দাবি করেছে৷
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী যৌথ ভারত-বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাষ্ট্রে পরিণত হয়।
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক
advertisement
advertisement
১৯৭১ সালের এই দিনে অর্থাৎ ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে৷ গণহত্যার নামে এটিকে বলা হয়েছে৷  পরবর্তী নয় মাসের মধ্যে বাংলাদেশে ৯০ লক্ষ মানুষকে হত্যা করে। এটি ছিল সবচেয়ে নৃশংস গণহত্যার একটি।
advertisement
এদিকে, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ১৯৭১ সালের বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির দাবিতে শনিবার জেনেভায় রাষ্ট্র সংঘের সামনে ব্রোকেন চেয়ার চকে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভ দেখায় ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ (আইএফএসবি) সুইজারল্যান্ড চ্যাপ্টার। পাকিস্তানের ১৯৭১ সালের গণহত্যার বিচার এবং আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক এর স্বীকৃতির দাবিতে ইউরোপ থেকে মোট ২৫ প্রবাসী বাংলাদেশি ইউএন  কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান৷
advertisement
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সাধারণ নাগরিকদের অবলীলায় হত্যা করে৷ এভাবে সাধারণ মানুষের ওপর চালানো নৃশংসতার বিরুদ্ধে ২০১৭ সাল থেকে বাংলাদেশে 'গণহত্যা দিবস' পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে ঢাকায় শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইতিহাসের সবচেয়ে খতরনাক নর সংহার, ৯ মাসে ৯০ লক্ষ বাংলাদেশির হত্যা, বাঁচিয়েছিল ভারত, এখন ইউএনের কাছে দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement