কলকাতা: ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্র সংঘের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ। শনিবার দেশটির ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানান। বাংলাদেশ ২০১৭ সাল থেকে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে। ইলিয়াস বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যা ঘটেছিল তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্র সংঘ বা ইউএনের কাছে দাবি করেছে৷
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী যৌথ ভারত-বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাষ্ট্রে পরিণত হয়।
১৯৭১ সালের এই দিনে অর্থাৎ ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে৷ গণহত্যার নামে এটিকে বলা হয়েছে৷ পরবর্তী নয় মাসের মধ্যে বাংলাদেশে ৯০ লক্ষ মানুষকে হত্যা করে। এটি ছিল সবচেয়ে নৃশংস গণহত্যার একটি।
এদিকে, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ১৯৭১ সালের বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির দাবিতে শনিবার জেনেভায় রাষ্ট্র সংঘের সামনে ব্রোকেন চেয়ার চকে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভ দেখায় ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ (আইএফএসবি) সুইজারল্যান্ড চ্যাপ্টার। পাকিস্তানের ১৯৭১ সালের গণহত্যার বিচার এবং আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক এর স্বীকৃতির দাবিতে ইউরোপ থেকে মোট ২৫ প্রবাসী বাংলাদেশি ইউএন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান৷
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সাধারণ নাগরিকদের অবলীলায় হত্যা করে৷ এভাবে সাধারণ মানুষের ওপর চালানো নৃশংসতার বিরুদ্ধে ২০১৭ সাল থেকে বাংলাদেশে 'গণহত্যা দিবস' পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে ঢাকায় শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, UN