এই জমায়েতের ফলেই ইতালির চেহারা নিতে পারে বাংলাদেশ, কী ভাবে ঘটল এই ঘটনা 

Last Updated:

খেলাফত মজলিশের তরফে জানানো হয়েছে, যা কিছু ঘটেছে তা অনিচ্ছাকৃত এবং আকস্মিক।স্থানীয় অনেকে বলছেন, লোকমুখে ও ফেসবুকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় একে একে অনেকে বাইরে বেরিয়ে আসে।

#ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বজুড়েই জনসমাবেশ নিষিদ্ধ। তালা ঝুলছে তামাম মন্দির মসজিদে। কিন্তু সেই সব বিধিনিষেধ উপেক্ষা করেই শনিবার বাংলাদেশে পথে নামে কয়েক হাজার মানুষ। আপাতত সেই ছবিটাই ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে। অনেকেই বলছেন, ইতালি হয়ে যেতে পারে বাংলাদেশ মুহূর্তে।
কেন এই জমায়েত? বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের খেলাফত মজলিশের নায়েব তথা জামিয়া রহমনিয়া বেড়াতলা মাদ্রাসার অধ্যক্ষ আমীর যোবায়ের আহমেদ আনসারী মারা যান ১৭ এপ্রিল ভোর পৌনে ৬টায়। তাঁর মৃত্যুর পর জানজা হতে পারে আন্দাজ করেই নিষেধাজ্ঞা জারি করের স্থানীয় থানার পুলিশ। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কয়েক হাজার মানুষ জড়ো হয়ে যায় তাঁর শেষযাত্রায়। পুলিশ হ্যান্ডমাইকে বারবার বার্তা দিয়েও আটকাতে পারেননি। এ দিন গোটা বিষয়টি তদারকির জন্যে তিন সদস্যের কমিটিও গঠিত হয়েছে।
advertisement
বাংলাদেশ খেলাফত মজলিশের তরফে জানানো হয়েছে, যা কিছু ঘটেছে তা অনিচ্ছাকৃত এবং আকস্মিক।স্থানীয় অনেকে বলছেন, লোকমুখে ও ফেসবুকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় একে একে অনেকে বাইরে বেরিয়ে আসে। তাতেই ঘটে এই বিপত্তি। এই ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোটা বিশ্ব ছড়িয়ে থাকা বাংলাদেশি নাগরিকরা সন্ত্রস্ত ছবিটা দেখে। বলছেন, দেশটা যেন ইতালি না হয়ে যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এই জমায়েতের ফলেই ইতালির চেহারা নিতে পারে বাংলাদেশ, কী ভাবে ঘটল এই ঘটনা 
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement