কী কাণ্ড ! ম্যাচ টিকিটে নিজের দেশেরই নামের বানান ভুল ছাপাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
Last Updated:
টিকিটের গায়ে ইংরেজিতে বড় করে লেখা ‘বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা’। কিন্তু ইংরেজিতে ‘বাংলাদেশ’ বানানটাই ভুল !
#ঢাকা: আজ, শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ ৷ টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ছাড়াও অপর দুই দল হল শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে ৷ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট ৷ সবই ঠিকঠাক চলছিল ৷ হঠাৎ একটা ঘটনায় ভালমতোই মুখ পুড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের !
কেন কী এমন ঘটনা ঘটল ? যাতে চরম লজ্জার সম্মুখীন হতে হল বিসিবি-কে ? আসলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের টিকিটে একটা বড়সড় বানান ভুল লক্ষ্য করা গিয়েছে ৷ আর সেটাও আয়োজক দেশ বাংলাদেশের নামের বানান ৷
নিজের দেশের নামের বানান কেউ ভুল লিখতে পারে ৷ এই ঘটনা না ঘটলে হয়তো বিশ্বাসই হত না ৷ টিকিটের গায়ে ইংরেজিতে বড় করে লেখা ‘বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা’। কিন্তু ইংরেজিতে ‘বাংলাদেশ’ বানানটাই ভুল !শ্রীলঙ্কার নামের বানানটা অবশ্য ঠিকই লেখা হয়েছে ৷
advertisement
advertisement
এই বড় ‘মিসটেক’-এর জন্য অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ যে টিকিটগুলো আগেই বিক্রি হয়ে গিয়েছিল, সেগুলো তো আর কিছু করার নেই ৷ কিন্তু যেগুলো হয়নি , সেগুলোকে ছিঁড়ে ফেলে নতুন করে টিকিট ছাপা হয় ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ নিজের দেশের নামের বানান ভুল করেই চরম লজ্জায় মুখ ঢাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2018 12:53 PM IST
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
কী কাণ্ড ! ম্যাচ টিকিটে নিজের দেশেরই নামের বানান ভুল ছাপাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড