‘দাঁড়িয়ে থাকুন!’ নির্দেশ বিচারপতির
Last Updated:
#ঢাকা: আদালত মুলতুবি না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমন অদ্ভূত শাস্তি প্রদান করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি৷ আদালত অবমাননার জন্য সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকার একটি দৈনিক পত্রের সম্পাদক ও কার্যনির্বাহী সম্পাদককে দোষী সাব্যস্ত করে। ঢাকার দৈনিক পত্র ‘জনকণ্ঠ’–এর সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও কার্যনির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে শাস্তি হিসেবে আদালত মুলতুবি না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিংহের নেতৃত্বাধীন বেঞ্চ। একই সঙ্গে মাথাপিছু ১০ হাজার টাকা জরিমানার কথাও ঘোষণা করেন বিচারপতি৷ অগত্যা সারাদিন দাঁড়িয়ে থেকে, জরিমানা দিয়ে শেষপর্যন্ত মুক্তি পান আতিকুল্লাহ এবং স্বদেশ রায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সহযোগী হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরির মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইবুনাল। বি এন পি নেতা সালাউদ্দিন এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সুপ্রিম কোর্টে এ বিষয়ে রায়ের মুখে ১৬ জুলাই ‘জনকণ্ঠ’–এ স্বদেশ রায়ের একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়। যাতে তিনি লিখেছিলেন, ‘১৯৭১–এর গণহত্যাকারী সালাউদ্দিনের কি সত্যিই জীবনের অবসান ঘটবে। নিরীহ অসংখ্য বাঙালির ঘাতক কি সত্যিই শাস্তি পাবে?’ এরপরই স্বদেশ সংশয় প্রকাশ করেছিলেন, সালাউদ্দিনের পরিবারের এক সদস্য আপিল বিভাগের এক বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে অভিযোগ করে। এরপরই ‘জনকণ্ঠ’–এর সম্পাদক, কার্যনির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই এই শাস্তি দু’জনের।
Location :
First Published :
August 22, 2015 5:51 AM IST