জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৬

Last Updated:

৪৮ ঘণ্টা পরেও জারি সেনা অভিযান ৷

#সিলেট: সিলেটে জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ছয় জনের ৷ আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে ৷ সূত্রের খবর, বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস ৷ ৪৮ ঘণ্টা পরেও জারি সেনা অভিযান ৷
শনিবার সিলেটে এক জঙ্গি আস্তানায় অভিযান চালায় বাংলাদেশ সেনা ৷ সেই ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন ঘটে একের পর এক বিস্ফোরণ ৷ ঘটনাস্থলে সে সময় কম্যান্ডো বাহিনী ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ ৷ আহত হন প্রচুর পুলিশ কর্মী, সেনা জওয়ান সহ সাধারণ মানুষ ৷ নিহতের সংখ্যা ৬ ৷
মৃতদের মধ্যে রয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এবং ছাত্রলীগের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম ও একজনকে আত্মঘাতী বোমারু হিসেবে শনাক্ত করা হয়েছে ৷ আহতরা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ৷
advertisement
advertisement
শনিবার ভোররাতে সিলেটের শিববাড়ি এলাকায় একটি বহুতলে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে ঘিরে ফেলে কম্যান্ডো বাহিনী ৷ জঙ্গিরা আত্মসমর্পণ না করায় অভিযান শুরু করে সেনা ৷
ওই বহুতলে জঙ্গিরা ছাড়াও ছিলেন বহু সাধারণ মানুষ তারা আটকে পড়েন ৷ বহুতলে মোট ৩০টি ফ্ল্যাট ও ১৫০টি ঘর রয়েছে ৷ এর মধ্যে তিনটি ফ্ল্যাট তারা কব্জা করে রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে ৷
advertisement
শনিবার রাতেই সেনা অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৭৮ জনকে উদ্ধার করে ৷ ৩০ ঘণ্টার বেশি তাদের পণ বন্দি করে রাখা হয়েছিল ৷ জঙ্গিদের খতম করতে ও সাধারণ মানুষদের উদ্ধার করতে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে বাংলাদেশি সেনা ৷
অভিযানের সময়ই ঘটনাস্থলের আশপাশে প্রায় শপাঁচেক সাধারণ মানুষ জড়ো হয়ে যান ৷ সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, সেনা অফিসারদের সঙ্গে সাধারণ মানুষেরও জখম হন ৷
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৬
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement