• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • দুই বাংলার সুন্দরী বা অ‍্যাসপায়ারিং মডেলদের বিউটি কনটেস্ট

দুই বাংলার সুন্দরী বা অ‍্যাসপায়ারিং মডেলদের বিউটি কনটেস্ট

 ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনাতে ছবি বানানো হচ্ছে বেশ কয়েকবছর থেকে।

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনাতে ছবি বানানো হচ্ছে বেশ কয়েকবছর থেকে।

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনাতে ছবি বানানো হচ্ছে বেশ কয়েকবছর থেকে।

 • Share this:

  #কলকাতা: ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনাতে ছবি বানানো হচ্ছে বেশ কয়েকবছর থেকে। তবে ফ‍্যাশনের ক্ষেত্রে এই প্রয়াস এর আগে নেওয়া হয়নি। তবে গত বছর এই প্রয়াস নেয় বর্ষা সুন্দরী, আর তার সাফল‍্যের পর এবছর আয়োজিত হচ্ছে তার দ্বিতীয় শো। যেখানে ফেস অফ বর্ষা সুন্দরী হচ্ছেন এস মডেল রেচেল হোয়াইট।

  দুই বাংলার সুন্দরী বা অ‍্যাসপায়ারিং মডেলদের বিউটি কনটেস্ট। যেখানে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বড় শহর থেকে রীতিমত অডিশন করে নিয়ে আসা হয় সুন্দরীদের। তার সঙ্গে কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুন্দরীদের এক অনন‍্য বিউটি কনটেস্ট। তারই নাম বর্ষা সুন্দরী। গতবছরের সাফল‍্যের পর এবছর আবার আয়োজিত হচ্ছে এই বিউটি পেজেন্ট।

  এবছর ফেস অফ বর্ষা সুন্দরী হয়েছেন মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট। জানালেন এবছর সিলেকশন থেকে গ্রুিমং সবেতেই ইনভল্ভ থাকবেন তিনি।

  গতবছর এই কনটেস্টে প্রথম হন, বাংলাদেশ থেকে আসা সুন্দরী। বাকী রানার্স আপ’রা ছিলেন বাংলার। এবছর এই ফল কেমন হবে তার জন‍্য অপেক্ষা মাত্র দুমাসের।

  First published: