ফেসবুক লাইভে সাকিবকে খুনের হুমকি ! কলকাতায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে বাংলাদেশি অলরাউন্ডার

Last Updated:

রবিবার বেশি রাতে সিলেটের এক যুবককে দেখা যায় হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেসবুক লাইভে সাকিবকে হত্যা করার কথা ঘোষণা করতে ৷

#ঢাকা: কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ভালমতোই অস্বস্তিতে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে তাঁকে নানাভাবেই হেনস্থা করা হচ্ছিল ৷ কিন্তু এবার ফেসবুকে খুনের হুমকি পেলেন সাকিব ৷ রবিবার বেশি রাতে সিলেটের এক যুবককে দেখা গিয়েছে হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেসবুক লাইভে সাকিবকে হত্যা করার কথা ঘোষণা করতে ৷
কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাওয়ার ‘অপরাধ’-এ সাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলে ওই যুবক। সঙ্গে অকথ্য গালিগালাজও করে সে ৷ রবিবার রাত ১২.০৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে মারার কথা বলতে থাকে অভিযুক্ত যুবক ৷ তার বক্তব্য ছিল, ‘‘ সাকিবের উচিৎ পাকিস্তানি ক্রিকেটারদের দেখে শেখা ৷ তারা নিজের ধর্মকে সবার ওপরে রাখে ৷ ’’
advertisement
সাকিব অবশ্য জানিয়েছেন, কলকাতার ওই কালীপুজোর মণ্ডপে উদ্বোধন তিনি করেননি ৷ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি অনেক পরে ওই অনুষ্ঠানে গিয়ে পৌঁছন ৷ জানা গিয়েছে, ওই যুবকের নাম মহসিন তালুকদার। সিলেটের শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা। রাতের পর ভোর ৬টার দিকে ফের লাইভে আসে ওই ব্যক্তি। রাতের নিজের ওই ভিডিওর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করলেও সাকিবকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলে ওই যুবক ৷ পুলিশ অভিযুক্তের খোঁজে নেমেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফেসবুক লাইভে সাকিবকে খুনের হুমকি ! কলকাতায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে বাংলাদেশি অলরাউন্ডার
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement