Australian PM: মোদির পছন্দের খিচুড়ি কেমন? রেঁধে দেখালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! তুমুল ভাইরাল পোস্ট...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Australian PM: অভিনব উপায়ে ভারত ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা তথা নতুন বাণিজ্য চুক্তি (ECTA) উদযাপন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
#Viral: ডিনারে বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পছন্দের খিচুড়ি রান্না করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australian PM) স্কট মরিসন (Scott Morrison)। আর এভাবেই অভিনব উপায়ে ভারত ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা তথা নতুন বাণিজ্য চুক্তি (ECTA) উদযাপন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শনিবার মোদির পছন্দের গুজরাতি (Gujrati) পদ রাঁধার ছবি নিজেই ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন মরিসন। যা দ্রুত ভাইরালও (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা ছবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের সঙ্গে আমাদের (অস্ট্রেলিয়ার) নতুন বাণিজ্য চুক্তি উদযাপন করতে আজ রাতে আমি যে পদগুলি রান্না করলাম, তা বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত প্রদেশের খাবার। যার মধ্যে ছিল ওঁর বিশেষ পছন্দের খিচুড়িও।”
advertisement
advertisement
অ্যাপ্রন পরা মরিসন তাঁর রান্নাঘরের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি নিজের পোস্টে এও জানিয়েছেন যে তাঁর রান্না করা ভারতীয় পদগুলি পছন্দ হয়েছে পরিবারের। মরিসন (Australian PM) লেখেন, “জেন, মেয়েরা এবং আমার মা… সকলেই খুশি হয়েছেন এই খাবার খেয়ে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে মরিসন সিঙাড়ার মতো এক ধরনের খাবার ScoMosas তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Viral) করেছিলেন। জানিয়েছিলেন, এই খাবার তিনি মোদির সঙ্গে ভাগ করে খেতে চান। উল্লেখ্য, অস্ট্রেলিয়া হল ভারতের ১৭ তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং ভারত হল অস্ট্রেলিয়ার ৯ তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইসিটিএ পরবর্তী পাঁচ বছরে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২৭ বিলিয়ন মার্কিন ডলার (২০২১) থেকে বেড়ে প্রায় দ্বিগুণ ৪৫ বিলিয়ান থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার হতে চলেছে বলে আশা করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2022 11:38 PM IST