Portable Air Conditioner: দাম মাত্র ৩৯৯ টাকা! বিশ্বের সবচেয়ে ছোট 'সুপারহিট' AC-র কাছে বড় কুলারও ক্লিন বোল্ড!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Portable Air Conditioner: খুব সহজেই আপনি আপনার বাড়িতে একটি মিনি AC ইনস্টল করতে পারেন। এই এয়ার কন্ডিশনারটি আকারে এতই ছোট যে আপনি সহজেই এটিকে আপনার কাজের জায়গায় ইনস্টল করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনার কি? এখনও পর্যন্ত আমরা সাধারণত উইন্ডো এবং স্প্লিট AC সবাইকে ব্যবহার করতে দেখেছি। এগুলি আকারে বড় হওয়ার পাশাপাশি প্রচুর বিদ্যুৎও খরচ করে। কিন্তু এখন বাজারে হাজির মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনার। এর সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি। আকারে একটি ব্লুটুথ স্পিকারের সমতুল্য হওয়া সত্বেও এটির আশ্চর্যজনক কুলিং সিস্টেমের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই পোর্টেবল এসি মেশিন।
advertisement
advertisement
advertisement
দাম মাত্র ৩৯৯ টাকা: এই মিনি AC ব্যবহার করলে আপনার মোবাইল ফোন চার্জ করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় এক্ষেত্রেও ঠিক সেই পরিমান বিদ্যুতের প্রয়োজন হয়। এমতাবস্থায়, এই পোর্টেবল AC ব্যবহার করলে আপনার বিদ্যুতের খরচে কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি, আপনি খুব সহজেই এর ঠান্ডা বাতাসের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারবেন।
advertisement
এই পোর্টেবল AC-র দাম মাত্র ৩৯৯ টাকা। তবে, এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হলে সবমিলিয়ে আপনি সহজেই ৪৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন এই মিনি এয়ার কন্ডিশনারটি। বর্তমানে, এই মিনি AC শুধুমাত্র Lacasha-র ওয়েবসাইটে পাওয়া যায়। জেনে রাখা ভালো আপনি এটি বাজার থেকে কিনতে পারবেন না। একমাত্র এই ই-কমার্স সাইট থেকেই কেনা সম্ভব গরমকালের এই 'মিনি আরাম'।