New Moon on the Sky: পৃথিবীর আকাশে ‘নতুন চাঁদ’! জানুন মহাকাশবিজ্ঞানীরা কী বলছেন এই আবিষ্কারে

Last Updated:

New Moon on the Sky: পৃথিবীর নতুন ‘চাঁদ’ এ বার ধরা পড়ল মহাকাশবিজ্ঞানীদের নজরে

মহাকাশবিজ্ঞানের পরিভাষায় এর নাম কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ
মহাকাশবিজ্ঞানের পরিভাষায় এর নাম কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ
হাওয়াই দ্বীপপুঞ্জ : পৃথিবীর নতুন ‘চাঁদ’ এ বার ধরা পড়ল মহাকাশবিজ্ঞানীদের নজরে৷ তবে চাঁদ শুধু কথার কথা৷ পৃথিবীকে প্রদক্ষিণ করলেও এটি পৃথিবীর কোনও প্রাকৃতিক বা কৃত্রিম উপগ্রহ নয়৷ কিন্তু সেও পৃথিবীকে প্রদক্ষিণ করে৷ মহাকাশবিজ্ঞানের পরিভাষায় এর নাম কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ৷
কিন্তু এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ ঠিক কী জিনিস? আদতে এটি স্পেস রক৷ সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে এই ‘চাঁদ’ সূর্যের পাশাপাশি পৃথিবীকেও প্রদক্ষিণ করে চলে৷ এই কোয়াসি মুনকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাওয়াইয়ে প্যান স্টারস টেলিস্কোপের সাহায্যে৷ সূর্যের চার দিকে প্রদক্ষিণ করতে এই আধা চাঁদা সময় নেয় পৃথিবীর মতোই, ৩৬৫ দিন৷
advertisement
আরও পড়ুন :  ৭০ টি হিরে বসানো ৫ লাখি আংটি শপিং মলে উধাও বাচ্চার ডায়াপার বদলাতে গিয়ে! ফিল্মি কায়দায় উদ্ধার ৬ ঘণ্টায়
সদ্য আবিষ্কৃত এই আধা চাঁদের নাম দেওয়া হয়েছে ‘2023 FW13’৷ মাত্র ৫০ ফিট বা ১৫ মিটার ব্যাসের এই কোয়াসি মুনকে প্রথম বার চিহ্নিত করা হয় চলতি বছরের মার্চ মাসে৷ হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি হ্যালিকালার উপর থেকে তার দর্শন পান বিজ্ঞানীরা৷ এর পর আর পরীক্ষা নিরীক্ষার পর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন-এর মাইনর প্ল্যানেট সেন্টারের তরফে এই কোয়াসি মুনের অস্তিত্বে শিলমোহর দেওয়া হয়৷ প্রসঙ্গত সৌর জগতে নতুন চাঁদ, গ্রহ এবং অন্যান্য জিনিসকে চিহ্নিত করার কাজ করেন এই সংস্থার বিজ্ঞানীরা৷
advertisement
advertisement
পৃথিবীর সময়ের সাপেক্ষে ১০০ খ্রিস্টপূর্ব সময় থেকেই পৃথিবীর কসমিক পড়শি৷ বিজ্ঞানীদের অনুমান, নিজের কক্ষপথে এই কোয়াসি মুন ‘2023 FW13’ পৃথিবী ও সূর্যকে প্রদক্ষিণ করে যাবে ৩৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত৷ অর্থাৎ আগামী প্রায় ১৭০০ বছর ধরে সে ঘুরে যাবে৷ জানিয়েছেন মহাকাশচারী অ্যাড্রিয়েন কোফিনেট৷ প্রসঙ্গত মহাকাশচারী ও সাংবাদিক কোফিনেটই প্রথম বার এই অ্যাস্টেরয়েডকে পৃথিবীর কোয়াসি মুন বলে আখ্যা দেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
New Moon on the Sky: পৃথিবীর আকাশে ‘নতুন চাঁদ’! জানুন মহাকাশবিজ্ঞানীরা কী বলছেন এই আবিষ্কারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement