Sunita Willams: মহাকাশে আটকে! কেমন কাটছে সুনীতার? সঙ্গী বুচ ভোট দিতে চান space থেকেই!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Sunita Willams Stuck in Space: গত সপ্তাহে বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসার পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন দুই মহাকাশচারী। জুন মাসে বুচ এবং সুনীতাকে নিয়ে স্পেস স্টেশনে গিয়েছিল স্টারলাইনার। কিন্তু আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে কোনও ঝুঁকি নিতে চায়নি নাসা। তাঁদের মহাকাশে রেখেই পৃথিবীতে ফেরে মহাকাশযান।
কলকাতা: মহাকাশে আটকে পড়েছেন বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁদের রেখেই পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান স্টারলাইনার। এখন কেমন কাটছে দুই মহাকাশচারীর? তাঁরা বলছেন, “বড় কঠিন সময়।’’
গত সপ্তাহে বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসার পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন দুই মহাকাশচারী। জুন মাসে বুচ এবং সুনীতাকে নিয়ে স্পেস স্টেশনে গিয়েছিল স্টারলাইনার। কিন্তু আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে কোনও ঝুঁকি নিতে চায়নি নাসা। তাঁদের মহাকাশে রেখেই পৃথিবীতে ফেরে মহাকাশযান।
মহাকাশ থেকে বুচ উইলমোর বলেন, “খুব শক্ত কাজ। পুরো সময় জুড়ে বেশ কিছু কঠিন মুহূর্ত কাটিয়েছি আমরা।’’ সঙ্গে তিনি যোগ করেন, “মহাকাশযানের পাইলট হিসাবে আপনি কখনওই চাইবেন না যে আপনাকে ছাড়াই মহাকাশযান চলে যাক। কিন্তু আমরা সেই পরিস্থিতিতেই পড়েছি।’’ স্টারলাইনারের প্রথম পরীক্ষামূলক পাইলট হিসাবে তাঁরা জানতেন, এমন সমস্যা হতে পারে। তাই তাঁরা তৈরিও ছিলেন। সুনীতা বলছেন, “এভাবেই কাজ হয়।’’
advertisement
advertisement
বুচ এবং সুনীতা এখন পুরোদস্তুর ক্রু সদস্য। স্পেশ স্টেশনের রুটিন রক্ষণাবেক্ষণ এবং নানা গবেষণায় অংশ নিচ্ছেন। সুনীতা কয়েক সপ্তাহের মধ্যে স্পেস স্টেশনের দায়িত্ব নেবেন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বুচ। ৫ জুন ফ্লোরিডা থেকে উড়ানের পর এটা ছিল তাঁদের দ্বিতীয় সাংবাদিক সম্মেলন।
advertisement
সুনীতা অবশ্য ‘সুখেই’ আছেন। নিজেই বলছেন সে কথা। স্পেস স্টেশনে কাটানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুনীতা বলছেন, “মহাকাশে থাকতে ভালবাসি। এটা আমার সুখের জায়গা।“ বুচ উইলমোরের অবশ্য স্পেশ স্টেশনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল। দুজনেই বলছেন, সকলের প্রার্থনা এবং শুভকামনায় তাঁরা কৃতজ্ঞ।
advertisement
মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি সুনীতার। তাঁর মন খারাপ। বুচ উইলমোরের ছোট মেয়ে এবছর স্কুলের গণ্ডী টপকাবেন। এই সময়টা মেয়ের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু মহাকাশে আটকে পড়ায় সম্ভব হচ্ছে না। এই নিয়ে চিন্তা রয়েছে তাঁর। তার উপর নভেম্বরেই মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। মহাকাশ থেকেই ভোট দিতে চান বুচ। ভোটার ব্যালট পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। সুনীতাও বলেন, যেখানেই থাকুন না কেন, নাগরিক দায়িত্ব পালন করাটা গুরুত্বপূর্ণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 5:57 PM IST