IMD Latest weather Update: আকাশ কালো করে দুর্যোগ নামছে কলকাতায়! নিম্নচাপের কবলে ১১ জেলা! কী হবে রবিবার? জেনে নিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal latest weather update: নিম্নচাপের প্রভাবে নাগাড়ে বৃষ্টি বঙ্গে। টানা কয়েক দিন গুমোট আবহাওয়ার পরেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে রাজ্য জুড়ে। রবিবাসরীয় সকালে কেমন আবহাওয়া থাকবে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রবিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টি হবে।রবিবার বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে।
advertisement
advertisement
কলকাতায় মূলত মেঘলা আকাশ। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। সর্বোচ্চ ৫০-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে।
advertisement
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭২.৪ মিলিমিটার।