Accident News: মর্মান্তিক দুর্ঘটনা, নাইটক্লাবে লাইভ শো চলার সময় ধসে পড়ল গোটা ছাদ! নিহত ৭৯, আহত একাধিক, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident News: ডমিনিকান রিপাবলিকের জেট সেট নাইটক্লাবে মেরেঙ্গে কনসার্ট চলাকালীন ছাদ ধসে ৭৯ জনের মৃত্যু হয়েছে। দেখুন সেই ভিডিও...
স্যান্টো ডোমিংগো: ডমিনিকান রিপাবলিকের স্যান্টো ডোমিংগোর জনপ্রিয় জেট সেট নাইটক্লাবে চলছিল প্রাণবন্ত মেরেঙ্গে কনসার্ট। গানের তালে তালে সবাই দোলাচ্ছিলেন শরীর৷ কিন্তু তার মধ্যেই বিপত্তি৷ হঠাৎই ছাদের বিশাল অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৭৯ জনের, আহত হন ১৬০-র বেশি মানুষ। আনন্দের মুহূর্ত, মঞ্চ ও দর্শকাসন নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই ভয়াবহ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পারফরম্যান্সের ঠিক পরেই হঠাৎ ছাদ ধসে পড়ে, দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কনসার্টে একাধিক তারকা, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
ঘটনার পরপরই উদ্ধারকারী দল এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও রেসকিউ কর্মীরা কংক্রিটের টুকরো সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করতে থাকে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে।
সেন্টার ফর এমার্জেন্সি অপারেশনের ডিরেক্টর জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন— তিনটি জায়গায় এখনও শব্দ পাওয়া যাচ্ছে। তাই সেই জায়গাগুলোতে বিশেষভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।
advertisement
মার্কিন মেজর লিগ বেসবলের তারকা খেলোয়াড় নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ, ও বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল এবং টনি এনরিক ব্ল্যাঙ্কো কাব্রেরার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
🚨🇩🇴13 DEAD, 93 INJURED IN NIGHTCLUB ROOF COLLAPSE IN THE DOMINICAN REPUBLIC
This comes after the roof of the Jet Set nightclub in Santo Domingo, Dominican Republic, collapsed earlier this morning.
The national police confirmed the death toll and said search and rescue… pic.twitter.com/yAdkTqw8yX
— Mario Nawfal (@MarioNawfal) April 8, 2025
advertisement
ঘটনার সময় মঞ্চে পারফর্ম করছিলেন মেরেঙ্গে গায়ক রুবি পেরেজ। তারকা সেলিব্রিটি তিনি৷ হঠাৎ হওয়া দুর্ঘটনায় তিনিও নিখোঁজ৷ উদ্ধারকাজে এখনও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত।
এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 4:40 PM IST