Car Crash: মুহূর্তে আনন্দ বদলে গেল হাহাকারে! লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে হুড়মুড়িয়ে ঢুকে গেল গাড়ি, জখম ৪৭
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Car Crash: লিভারপুল প্রিমিয়ার লিগ জেতার আনন্দ পরিণত হল আতঙ্কে
লিভারপুল: লিভারপুল প্রিমিয়ার লিগ জেতার আনন্দ পরিণত হল আতঙ্কে। সমর্থকদের ভিকট্রি প্যারেডের মধ্যেই জোর করে ঢুকে পড়ল একটি গাড়ি। সোমবার ব্রিটেনের লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটের মারাত্মক দুর্ঘটনায় আহত ৪৭ জন। ২৭ জনকে তড়িঘড়ি চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫৩ বছর বয়সী শ্বেতাঙ্গ চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে ২৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে রয়্যাল লিভারপুল, অ্যাল্ডার হে, অ্যারো পার্ক এবং অ্যাইনট্রি হাসপাতালের এনএইসএস সহকর্মীরা অন্তর্ভুক্ত। দুর্ভাগ্যবশত, একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুও গুরুতর জখম। মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরাতেও।
আরও পড়ুন: নাম ঠিক করেছেন খোদ মমতা! কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বড় চমক শাসক দলের
advertisement
advertisement
এ বারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদ্যাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে ‘রোড শো’ করেন লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা। হাজার হাজার ভক্ত কয়েক ঘণ্টার দীর্ঘ শোভাযাত্রার জন্য জড়ো হয় রাস্তার উপর। প্রায় ১০ মাইল ব্যাপি কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করেছিল পুলিশ। তবু সেই নিরাপত্তা ভেদ করেই ঘটে যায় এই মারাত্মক দুর্ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 11:47 AM IST






