Viral News: বিমানে শার্ট তুলে পোষ্য বিড়ালকে স্তন্যদান মহিলার, কাণ্ড দেখে শোরগোল!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
খবরটি নেটদুনিয়াতেও ভাইরাল হয়েছে (Viral News)।
#নিউ ইয়র্ক: বিমানে পোষ্যদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতি নিতে হয়। সেই অনুযায়ী পোষ্যদের রাখার আলাদা জায়গা থাকে। তবে সম্প্রতি ডেল্টা এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে আটলান্টাগামী একটি বিমানের ঘটনায় চোখ কপালে উঠছে সকলের। অভিযোগ, এক মহিলা বিমানযাত্রী বিমানকর্মী ও বাকি যাত্রীদের সামনে নিজের পোষ্য বিড়ালকে স্তন্যপান করান। সেই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়, অনেকেই বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। বিমানকর্মীদের কাছে অনেকেই অভিযোগ দায়ের করেন। খবরটি নেটদুনিয়াতেও ভাইরাল হয়েছে (Viral News)।
জানা গিয়েছে, নিউ ইয়র্কের সাইরাকিউস থেকে জর্জিয়ার আটলান্টা যাচ্ছিলেন ওই মহিলা। ডেল্টা এয়ারলাইনস–এর বিমানে চেপেছিলেন তিনি। পাশে ক্যারিয়ারে রাখা ছিল তাঁর পোষ্য বিড়াল। সেখান থেকেই আচমকা পোষ্যকে তুলে এনে সকলের সামনেই স্তন্যপান করান মহিলা। এই ঘটনায় বাকি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ জানালে একটি মেসেজ ভাইরাল হয়। মেসেজটি বিমান থেকে গ্রাউন্ডে পাঠিয়েছিলেন বিমানকর্মীরা। লিখেছিলেন, '১৩এ আসনে বসা মহিলা নিজের বিড়ালকে স্তন্যপান করাচ্ছেন। বারণ করার পরেও শুনছেন না।'
advertisement
আরও পড়ুন: বিয়ের প্রথা ভাঙলেন কনে ! কনকাঞ্জলির চাল দিয়ে মাকে ফ্রায়েড রাইস রেঁধে রাখতে বললেন! ভাইরাল ভিডিও
advertisement
Fellow passengers were shocked by the what they were witnessing by the lady in 13A and alerted the cabin crew.
— Eric (@GoldboxATL) November 30, 2021
advertisement
I saw this on Reddit today. It’s an a ACARS in-flight message from the cockpit to the ground. Also, civilization had a good run. pic.twitter.com/AjQhIaE80H
— Rick Wilson (@TheRickWilson) November 24, 2021
এয়ারলাইন সংস্থার পক্ষ থেকে 'রেড কোট' টিমকে বার্তাটি পাঠানো হয় তখনই। ডেল্টা সংস্থার এই টিমই গ্রাহকদের সমস্যা শোনেন। গ্রাহকদের বিরুদ্ধে বিমানকর্মীদের অভিযোগ শোনার পর উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়। এই যাত্রীকে নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা অবশ্য জানা যায়নি। তবে, বিমানকর্মীরা বার বার মহিলাকে বারণ করলেও তা শোনেননি তিনি।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে মহিলার 'ঝাঁপ'! পরের ঘটনা তুমুল ভাইরাল, দেখুন
বিমানের অ্যাটেনডেন্ট আইন্সলে এলিজাবেথ জানিয়েছেন, 'বিড়ালটিকে এমনভাবে তোয়ালেতে জড়ানো ছিল, যে প্রথমে বোঝাই যায়নি। সকলেই ভেবেছিলেন শিশু। নিজের শার্ট তুলে তোয়ালে মোড়া সেই বিড়ালকে জোর করে স্তন্যপান করানোর চেষ্টা করছিলেন মহিলা যাত্রী। বারণ করার পরেও শুনছিলেন না। বিড়ালটিও চেঁচামিচি শুরু করে। বিমান অবতরণের পর ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2021 9:23 PM IST