মৃত্যুর ৮ বছর বাদেও দ্বিতীয় স্বামী-সন্তান সহ বহাল তবিয়তে আসমা

Last Updated:

পাকিস্তানের পাঞ্জাবে এক আশ্চর্য করার মত মামলা চোখের সামনে আসতেই সবার চক্ষু চড়ক গাছ । ৮ বছর আগে মৃত এক মহিলাকে তাঁর দ্বিতীয় স্বামী ও ৬ বছরের মেয়েকে নিয়ে ঘুরতে দেখা যায় । যেখানে ঐ মহিলার মা প্রথম স্বামীর বিরুদ্ধে তাঁর মেয়েকে হত্যার অভিযোগ এনেছিলেন

#লাহৌর: পাকিস্তানের পাঞ্জাবে এক আশ্চর্য করার মত মামলা চোখের সামনে আসতেই সবার চক্ষু চড়ক গাছ । ৮ বছর আগে মৃত এক মহিলাকে তাঁর দ্বিতীয় স্বামী ও  ৬ বছরের মেয়েকে নিয়ে ঘুরতে দেখা যায় । যেখানে ঐ মহিলার মা প্রথম স্বামীর বিরুদ্ধে তাঁর মেয়েকে হত্যার অভিযোগ এনেছিলেন ।
advertisement
জানা গেছে ঐ মহিলার নাম আসমা বিবি, লাহৌর থেকে ২৫০ কিলোমিটার দূরে ফলাযান গ্রামে দেখা গেছে । ঐ মহিলার প্রথম স্বামীর এক আত্মীয় এই ঘটনা পুলিশের নজরে আনতেই পুলিশ গ্রেফতার করে আসমা বিবিকে ।পুলিশ সূত্রে জানা গেছে আসমা ২০০৯ এ হবরার আহমেদকে বিয়ে করেন এবং ২০১০ থেকে নিরুদ্দেশ ।
advertisement
আসমার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে আসমার প্রথম স্বামীকে  । স্ত্রীকে খুন করার অভিযোগে হবরার কে গ্রেফতার করে পুলিশ । কিন্তু পরে বুঝতে পেরে মেয়ের মৃত্যুর অভিযোগ থেকে অব্যাহতি দেন আসমার প্রথম স্বামী হাবরারকে ।
advertisement
আসমা পুলিশকে জানিয়েছেন তিনি আহমেদকে ভালবাসতেন কিন্তু তাঁর পরিবার জোর করে হবরারের সাথে তাঁর বিয়ে দিয়ে দেয় । তাই আসমা পালিয়ে গিয়ে দ্বিতীয়বার আহমেদকে বিয়ে করে দুবাইয়ে গা ঢাকা দেন । তিনি এও জানিয়েছেন আহমেদের সাথে দ্বিতীয়বার বিয়ে  করে কোনও ভুল করেন নি বা তিনি মোটেও অনুতপ্ত নন ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত্যুর ৮ বছর বাদেও দ্বিতীয় স্বামী-সন্তান সহ বহাল তবিয়তে আসমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement