নিউ ইয়র্ক বিমানবন্দরে চুলচেরা তল্লাশি পাক প্রধানমন্ত্রীর ! মিলল না রাষ্ট্রপ্রধানের মর্যাদাও

Last Updated:

রাষ্ট্রপ্রধানদের ভিনদেশে যে অভ্যর্থনা মেলে তা পাক প্রধানমন্ত্রীর কপালে জুটল না ৷ উল্টে, আর পাঁচটা বিমানযাত্রীর মতই তার আপাদমস্তক চুলচেরা তল্লাশি চালালেন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের কর্মীরা ৷

#ওয়াশিংটন: রাষ্ট্রপ্রধানদের ভিনদেশে যে অভ্যর্থনা মেলে তা পাক প্রধানমন্ত্রীর কপালে জুটল না ৷ উল্টে, আর পাঁচটা বিমানযাত্রীর মতই তার আপাদমস্তক চুলচেরা তল্লাশি চালালেন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের কর্মীরা ৷ সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর এই ঘটনায় ফের আমেরিকা-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের ৷
advertisement
ব্যক্তিগত প্রয়োজনে মার্কিন সফরে গিয়েছেন আব্বাসি ৷ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে ঢুকতেই শুরু হল চুলচেরা তল্লাশি ৷ এমনকী, মার্কিন প্রশাসনের আব্বাসিকে কেউ স্বাগত জানাতে বিমানবন্দরেও যাননি৷
advertisement
জিও নিউজের রিপোর্টে বলছে, আব্বাসির ব্যক্তিগত জীবনে আড়ম্বরতার লেশমাত্র নেই ৷ সেই কারণে নিয়ম মেনেই অন্যান্য যাত্রীর মতই তিনি সিকিউরিটি চেক করিয়েছেন ৷ কিছুদিন আগে ব্রিটেন সফরেও তাঁকে একলা দেখা গিয়েছে রেল স্টেশনে ৷
যদিও পাক প্রধানমন্ত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই পাক জনতারা ক্ষোভে ফেটে পড়েছেন ৷ সম্প্রতি আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান ৷ জঙ্গিদের কার্যকলাপে ইতিমধ্যেই পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদদের স্বর্গরাজ্য’র তকমা দিয়ছে আমেরিকা ৷ এছাড়াও পাকিস্তান নাগরিকদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন৷ ফের এহেন পরিস্থিতিতে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিউ ইয়র্ক বিমানবন্দরে চুলচেরা তল্লাশি পাক প্রধানমন্ত্রীর ! মিলল না রাষ্ট্রপ্রধানের মর্যাদাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement