নিউ ইয়র্ক বিমানবন্দরে চুলচেরা তল্লাশি পাক প্রধানমন্ত্রীর ! মিলল না রাষ্ট্রপ্রধানের মর্যাদাও
Last Updated:
রাষ্ট্রপ্রধানদের ভিনদেশে যে অভ্যর্থনা মেলে তা পাক প্রধানমন্ত্রীর কপালে জুটল না ৷ উল্টে, আর পাঁচটা বিমানযাত্রীর মতই তার আপাদমস্তক চুলচেরা তল্লাশি চালালেন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের কর্মীরা ৷
#ওয়াশিংটন: রাষ্ট্রপ্রধানদের ভিনদেশে যে অভ্যর্থনা মেলে তা পাক প্রধানমন্ত্রীর কপালে জুটল না ৷ উল্টে, আর পাঁচটা বিমানযাত্রীর মতই তার আপাদমস্তক চুলচেরা তল্লাশি চালালেন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের কর্মীরা ৷ সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর এই ঘটনায় ফের আমেরিকা-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের ৷
#BREAKING - Embarrassment for Pakistan: Prime Minister Shahid Khaqan Abbasi frisked in JFK Airport. pic.twitter.com/yZjUXjIY15
— News18 (@CNNnews18) March 28, 2018
advertisement
ব্যক্তিগত প্রয়োজনে মার্কিন সফরে গিয়েছেন আব্বাসি ৷ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে ঢুকতেই শুরু হল চুলচেরা তল্লাশি ৷ এমনকী, মার্কিন প্রশাসনের আব্বাসিকে কেউ স্বাগত জানাতে বিমানবন্দরেও যাননি৷
advertisement
জিও নিউজের রিপোর্টে বলছে, আব্বাসির ব্যক্তিগত জীবনে আড়ম্বরতার লেশমাত্র নেই ৷ সেই কারণে নিয়ম মেনেই অন্যান্য যাত্রীর মতই তিনি সিকিউরিটি চেক করিয়েছেন ৷ কিছুদিন আগে ব্রিটেন সফরেও তাঁকে একলা দেখা গিয়েছে রেল স্টেশনে ৷
যদিও পাক প্রধানমন্ত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই পাক জনতারা ক্ষোভে ফেটে পড়েছেন ৷ সম্প্রতি আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান ৷ জঙ্গিদের কার্যকলাপে ইতিমধ্যেই পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদদের স্বর্গরাজ্য’র তকমা দিয়ছে আমেরিকা ৷ এছাড়াও পাকিস্তান নাগরিকদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন৷ ফের এহেন পরিস্থিতিতে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2018 12:53 PM IST