Russian Convoy Approaching Kyiv: কিভ দখলে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রাশিয়ার সেনা কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয় (Russian convoy approaching Kyiv )৷
#কিভ: ইউক্রেনের রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়া৷ উপগ্রহ চিত্রেই তার প্রমাণ মিলল৷ আমেরিকার একটি বেসরকারি সংস্থার দাবি অনুযায়ী, উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় কিভের কাছাকাছি এসে পড়েছে৷ প্রথমে শোনা গিয়েছিল, এই কনভয়টি ২৭ কিলোমিটার দীর্ঘ৷ সংবাদসংস্থা রয়টার্সের তরফেই এই খবর জানানো হয়েছে৷
ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয়৷ রুশ সেনা ছাড়াও সেই কনভয়ে গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে৷ বেলারুশ হয়ে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছিল রুশ সেনা৷
advertisement
advertisement
সোমবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, কামান বহনকারী ট্রাক সহ রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় ইউক্রেনের অ্যান্টোনভ বিমানবন্দরের কাছাকাছি জায়গায় চলে এসেছে৷
এত কিছুর পরেও অবশ্য সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি৷ বরং তা শেষ করা চেষ্টা করছে৷ ইউরোপকে মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া৷
advertisement
সোমবার বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন৷ যদিও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি৷ ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে৷ এরই মধ্য চরবৃত্তির অভিযোগে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রাশিয়ার ১২ জন সদস্যকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে জো বাইডেন প্রশাসন৷ আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে রাশিয়া৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2022 9:12 AM IST