Russian Convoy Approaching Kyiv: কিভ দখলে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রাশিয়ার সেনা কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

Last Updated:

ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয় (Russian convoy approaching Kyiv )৷

৬৪ কিলোমিটার দীর্ঘ রাশিয়ার এই সেনা কনভয় ধরা পড়েছে উপগ্রহ চিত্রে৷ Photo- Maxar Technologies/Reuters
৬৪ কিলোমিটার দীর্ঘ রাশিয়ার এই সেনা কনভয় ধরা পড়েছে উপগ্রহ চিত্রে৷ Photo- Maxar Technologies/Reuters
#কিভ: ইউক্রেনের রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়া৷ উপগ্রহ চিত্রেই তার প্রমাণ মিলল৷ আমেরিকার একটি বেসরকারি সংস্থার দাবি অনুযায়ী, উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় কিভের কাছাকাছি এসে পড়েছে৷ প্রথমে শোনা গিয়েছিল, এই কনভয়টি ২৭ কিলোমিটার দীর্ঘ৷ সংবাদসংস্থা রয়টার্সের তরফেই এই খবর জানানো হয়েছে৷
ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয়৷ রুশ সেনা ছাড়াও সেই কনভয়ে গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে৷ বেলারুশ হয়ে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছিল রুশ সেনা৷
advertisement
advertisement
সোমবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, কামান বহনকারী ট্রাক সহ রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় ইউক্রেনের অ্যান্টোনভ বিমানবন্দরের কাছাকাছি জায়গায় চলে এসেছে৷
এত কিছুর পরেও অবশ্য সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি৷ বরং তা শেষ করা চেষ্টা করছে৷ ইউরোপকে মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া৷
advertisement
সোমবার বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন৷ যদিও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি৷ ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে৷ এরই মধ্য চরবৃত্তির অভিযোগে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রাশিয়ার ১২ জন সদস্যকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে জো বাইডেন প্রশাসন৷ আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে রাশিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russian Convoy Approaching Kyiv: কিভ দখলে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রাশিয়ার সেনা কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement