#বাংলাদেশ: বাংলাদেশে ভয়াবহ ফেরি দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু ২৩ জনের, ১২ জনের বেশি নিখোঁজ। সোমবার সকালে রাজধানী ঢাকায় একটি ভেসেলের সঙ্গে ফেরির ধাক্কা লাগলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দমকল কর্মী এনায়েত হোসেন জানিয়েছেন, ' একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটি উলটে যায়। এখনও পর্যন্ত ২৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে।'' প্রাথমিক অনুমান, ওই ফেরিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
উল্লেখ্য, করোনার প্রকোপের মধ্যেই বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক নদীর জলস্তর বেড়ে চলেছে, উদ্বেগে রয়েছে প্রশাসন। ১৮টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়ম, বগুড়া ও সিরাগঞ্জে নদীর বাঁধ উপচে বন্যার জল হুহু করে গ্রামে ঢুকতে শুরু করেছে।
বেশ কিছু এলাকায় ধরলা, তিস্তা, বহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে এসেছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় যমুনা নদীর জলস্তরও বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।