#নয়াদিল্লি: আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ ছিলই। এবার চিনের সঙ্গ ছাড়ল রাশিয়াও। জানা গিয়েছে, এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম চিনকে সরবরাহ করবে না রাশিয়া। চিনের দেওয়া বরাত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার।
প্রসঙ্গত surface to air misile defence system রাশিয়ার থেকে ভারতও কিনেছে৷ বিবৃতি দিয়ে চিন জানিয়েছে, অন্য একটি দেশের ইশারাতেই এই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া৷ নাম না করলেও ভারতের দিকেই ইঙ্গিত করেছে বেজিং৷
এস ৪০০-কে বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে গণ্য করা হয়৷ রাশিয়া ছাড়া চিনের কাছে এর কয়েকটি ইউনিট রয়েছে৷ ইতিমধ্যেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত৷ চলতি বছরেই প্রথম পর্যায়ে ভারতকে এই ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে রাশিয়া৷
সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, চিনের সংবাদমাধ্যমে রাশিয়ার এই সিদ্ধান্তের কথা প্রকাশিত হয়েছে৷ সেখানে এমনও দাবি করা হয়েছে যে এই মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার জন্য নিজেদের সেনাবাহিনীকে রাশিয়াতেও পাঠিয়েছিল চিন৷ যদিও চিনের সেনাবাহিনী নিজেদের মতো করে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে৷ চিনা সেনার এক অফিসার দাবি করেছেন, অতিমারির কারণেই চিনকে মিসাইল ডিফেন্স সিস্টেমের জোগান দিতে চাইছে না রাশিয়া৷
বিশেষজ্ঞদের মতে, ভারত-চিনের বর্তমান সম্পর্কের কথা ভেবেই চিনকে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া৷ কারণ ২০১৮ সালেই চিনকে এই ধরনের কিছু মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করে রাশিয়া৷ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তা ভারতের হাতে আসার কথা৷ চিনের তুলনায় ভারত যাতে দুর্বল না হয়ে পড়ে, সেই কারণ আপাতত ভারতের হাতেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো৷
এর পাশাপাশি আরও একটি কারণও রয়েছে৷ সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেফতার করেছিল রাশিয়া৷ তাঁর বিরুদ্ধে চিনকে রাশিয়ার সেনাবাহিনীর গোপন তথ্য দেওয়ার অভিযোগ ছিল৷ বেলেরির তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়৷ তাদের মধ্যে দু' জন চিনা নাগরিক ছিলেন৷ এই ঘটনা নিয়ে চিনকে সতর্কও করেছিল রাশিয়া৷