সরবরাহ করা হবে না মিসাইল ডিফেন্স সিস্টেম, চিনকে জোর ধাক্কা দিল রাশিয়াও

Last Updated:

বিশেষজ্ঞদের মতে, ভারত-চিনের বর্তমান সম্পর্কের কথা ভেবেই চিনকে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া৷

#নয়াদিল্লি: আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ ছিলই। এবার চিনের সঙ্গ ছাড়ল রাশিয়াও। জানা গিয়েছে, এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম চিনকে সরবরাহ করবে না রাশিয়া। চিনের দেওয়া বরাত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার।
প্রসঙ্গত surface to air misile defence system রাশিয়ার থেকে ভারতও কিনেছে৷ বিবৃতি দিয়ে চিন জানিয়েছে, অন্য একটি দেশের ইশারাতেই এই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া৷ নাম না করলেও ভারতের দিকেই ইঙ্গিত করেছে বেজিং৷
এস ৪০০-কে বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে গণ্য করা হয়৷ রাশিয়া ছাড়া চিনের কাছে এর কয়েকটি ইউনিট রয়েছে৷ ইতিমধ্যেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত৷ চলতি বছরেই প্রথম পর্যায়ে ভারতকে এই ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে রাশিয়া৷
advertisement
advertisement
কিছুদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর রাশিয়া সফরের সময়ই পুতিন সরকার সময়মতো এই মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ ভারতকে সময়মতো এই মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করলেও চিনের ক্ষেত্রে উল্টোপথে হেঁটেছে পুতিন সরকার৷ শুধু তাই নয়, কবে তারা চিনকে এই মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে, সে বিষয়েও কিছু বলেনি রাশিয়া৷
advertisement
সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, চিনের সংবাদমাধ্যমে রাশিয়ার এই সিদ্ধান্তের কথা প্রকাশিত হয়েছে৷ সেখানে এমনও দাবি করা হয়েছে যে এই মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার জন্য নিজেদের সেনাবাহিনীকে রাশিয়াতেও পাঠিয়েছিল চিন৷ যদিও চিনের সেনাবাহিনী নিজেদের মতো করে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে৷ চিনা সেনার এক অফিসার দাবি করেছেন, অতিমারির কারণেই চিনকে মিসাইল ডিফেন্স সিস্টেমের জোগান দিতে চাইছে না রাশিয়া৷
advertisement
বিশেষজ্ঞদের মতে, ভারত-চিনের বর্তমান সম্পর্কের কথা ভেবেই চিনকে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া৷ কারণ ২০১৮ সালেই চিনকে এই ধরনের কিছু মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করে রাশিয়া৷ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তা ভারতের হাতে আসার কথা৷ চিনের তুলনায় ভারত যাতে দুর্বল না হয়ে পড়ে, সেই কারণ আপাতত ভারতের হাতেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো৷
advertisement
এর পাশাপাশি আরও একটি কারণও রয়েছে৷ সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেফতার করেছিল রাশিয়া৷ তাঁর বিরুদ্ধে চিনকে রাশিয়ার সেনাবাহিনীর গোপন তথ্য দেওয়ার অভিযোগ ছিল৷ বেলেরির তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়৷ তাদের মধ্যে দু' জন চিনা নাগরিক ছিলেন৷ এই ঘটনা নিয়ে চিনকে সতর্কও করেছিল রাশিয়া৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সরবরাহ করা হবে না মিসাইল ডিফেন্স সিস্টেম, চিনকে জোর ধাক্কা দিল রাশিয়াও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement